বিলাইছড়িতে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ শুরু

Published: 01 Aug 2019   Thursday   

“শিশুকে মাতৃদুগ্ধ পান করাতে মাতা-পিতাকে উৎসাহিত করুন” প্রতিপাদ্যর মধ্য দিয়ে সারা বিশ্ব এবং দেশের অন্যান্য স্থানের ন্যায় বিলাইছড়ি উপজেলায়  বৃহস্পতিবার বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ  শুরু হয়েছে।

 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান উৎপলা চাকমা। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নীতিশ চাকমার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বিলাইছড়ি থানার অফিসার ইনচার্জ পারভেজ আলী, ২ নং কেংড়াছড়ি ইউপির চেয়ারম্যান অমরজীব চাকমা, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা শশী লাল চাকমা। স্বাগত বক্তব্য রাখেন বে-সরকারি সংস্থার উপজেলা গ্রীণ হিল ম্যানেজার বাপ্পী তঞ্চঙ্গ্যা।

 

এর আগে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলার গুরুত্বপূর্ন স্থানে প্রদক্ষিণ করে।

 

আলোচনা সভায় বক্তারা বলেন, জন্মের পরপরই শিশুকে মায়ের শালদুধ খাওয়াতে হবে। কারণ এটিই শিশুর প্রথম এন্টিবায়োটিক। তাই মায়ের দুধের কোন বিকল্প নেই। তারা উপস্থিত সকলকে বিশেষ করে যারা স্বাস্থ্য বিভাগে ফিল্ড লেভেলে কাজ করে তাদের জনগণকে সচেতন করার মধ্য দিয়ে দায়িত্বের সহিত কাজ করার জন্য আহবান জানান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত