প্রবীণ সাংবাদিক কান্তি দে হৃদরোগে আক্রান্ত হয়ে চট্টগ্রামের ম্যাক্স হাসপাতালে ভর্তি

Published: 29 Jul 2019   Monday   

তিন পার্বত্য জেলার প্রবীন সাংবাদিক, দৈনিক সংবাদের পার্বত্য অঞ্চল প্রতিনিধি ও হিলিবিডি টোয়েন্টিফোর ডটকমের উপদেষ্টা সম্পাদক  সুনীল কান্তি দে হৃদরোগে আক্রান্ত হয়ে চট্টগ্রামের ম্যাক্স হাসপাতালে ভর্তি হয়েছেন।

 

সোমবার  দুপুরে তাকে চট্টগ্রাম ম্যাক্স হাসপাতালে ভর্তি করানো হয়। বর্তমানে তিনি চট্টগ্রাম ম্যাক্স হাসপাতালে চিকিৎসকের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। সর্বশেষ খবর পাওয়া পর্ষন্ত  তার হার্টে দুটি ব্লক ধরা পড়েছে। এর মধ্যে হার্টে একটি রিং লাগানো হলেও অপরটি লাগানো সম্ভব হয়নি বলে জানা গেছে।

 

প্রবীন সাংবাদিক সুনীল কান্তি দের ছোট ভাই নিখিল কান্তি দে  জানান, সোমবার সকালে  তা্র ভাই সুনীল কান্তি দে অফিসে বসে ছিলেন।  এসময় হঠা বুকে ব্যাথা অনুভব করলে তাকে প্রথমে রাঙামাটি জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়। তার অবনতি হওয়াতে চিকিৎসক তাকে  চট্টগ্রামে রেফার করেন।

 

তিনি আরো জানান, তার ভাইকে বর্তমানে চট্টগ্রামে ম্যাক্স হাসপাতালে ভর্তি করেছেন। চিকিৎসক  তাকে প্রথমে এনজিওগ্রাম করেন এবং হার্টে দুটি ব্লক পান। তবে চিকিৎসক তাৎক্ষনিকভাবে তাকে একটি রিং লাগিয়ে দিয়েছেন। পরবর্তীতে আরো একটি ব্লক বাইপাস করতে হবে বলে চিকিৎসক তাকে জানিয়েছেন।

 

সাংবাদিক সৈকত রঞ্জন চৌধুরী জানান, সাংবাদিক সুনীল কান্তি দে এর হার্টে দুটি ব্লক ধরা পড়েছে। এর মধ্যে হার্টে একটি রিং লাগানো হলেও অপরটি লাগানো সম্ভব হয়নি। খুব সম্ভব অপর রিংটি ঢাকায় নিয়ে গিয়ে লাগাতে হবে জানতে পেরেছি।

 

এদিকে সুনীল কান্তি দেকে প্রথমে রাঙামাটি সদর হাসপাতালে নিয়ে গেলে রাঙমাটির সাংবাদিক ও আত্মীয় স্বজনরা ভীড় করেন। উপস্থিত লোকজন তাঁর আরোগ্য কামনায় সৃষ্টি কর্তার কাছে দোয়া ও আর্শিবাদ প্রার্থনা করেন।

 

হিলিবিডি টোয়েন্টিফোর ডটকমের  নির্বাহী সম্পাদক সত্রং চাকমা প্রতিযশা এই প্রবীণ সাংবাদিক সুনীল কান্তি  দে`র দ্রুত আরোগ্য কামনা করে সুস্থ হয়ে সবাইয়ের মাঝে আবাও ফিরে আসতে পারেন তার জন্য দেশবাসীসহ সকলের কাছে   দোয়া ও আর্শিবাদ প্রার্থনা  কামনা করেছেন। 

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত