বিলাইছড়িতে ফলদ বৃক্ষ মেলা উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

Published: 23 Jul 2019   Tuesday   

“পরিকল্পিত ফল চাষ যোগাবে পুষ্টিসম্মত খাবার” প্রতিপাদ্যর মধ্য দিয়ে বিলাইছড়ি উপজেলায় মঙ্গলবার  জুলাই তিন দিনের ফলদ বৃক্ষ মেলার উদ্বোধন করা হয়েছে।

 

মেলা উপলক্ষে সকালে বিলাইছড়ি উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর আয়োজনে এক বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করা হয়।  র‌্যালি  শেষে ফিতা কেটে ফলদ বৃক্ষ মেলা উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান বীরোত্তম তঞ্চঙ্গ্যা।

 

পরে উপজেলা শিল্পকলা একাডেমীতে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরোত্তম তঞ্চঙ্গ্যা। উপজেলা নির্বাহী কর্মকর্তা (অ:দা:) আশ্রাফ আহমেদ রাসেল এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা (ভা:প্রা:) মেজবাহ উদ্দিন। উপ-সহকারি কৃষি কর্মকর্তা নূর মোহাম্মদ এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান দ্বয় রবিন তঞ্চঙ্গ্যা ও উৎপলা চাকমা, বিলাইছড়ি উপজেলা আওয়ামীলীগের সভাপতি (ভাঃপ্রাঃ) অংচাখ্যই মারমা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নীতিশ চাকমা, বিলাইছড়ি থানার অফিসার ইনচার্জ পারভেজ আলী ও আলেখ্যং রেঞ্জ কর্মকর্তা মোস্তাফিজুর রহমান। আলোচনা শেষে অতিথিগণ চাষীদের চারা বিতরণ করে মেলা পরিদর্শন করেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত