পানছড়িতে কম্পিউটার প্রশিক্ষণ কোর্সের সনদ পত্র বিতরণ

Published: 22 Jul 2019   Monday   

সোমবার খাগড়াছড়ির পানছড়িতে বেসিক কম্পিউটার ও অফিস ম্যানেজমেন্ট কোর্সের শিক্ষার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়েছে।

 

পানছড়ি উপজেলা পরিষদ মিলনায়তনে পানছড়ি সাব জোন কর্তৃক পরিচালিত এলাকার দরিদ্র শিক্ষার্থীদের বেসিক কম্পিউটার ও অফিস ম্যানেজমেন্ট কোর্সের প্রথম-দ্বিতীয় ব্যাচের সমাপনী ও সনদ পত্র বিতরণ করা হয়।

 

অনুষ্ঠিতব্য অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি জোনের জোন অধিনায়ক লে: কর্ণেল মোহাম্মদ আরাফাত হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ তৌহিদুল ইসলাম।

 

পানছড়ি সাব জোন অধিনায়ক মেজর সোহেল আলম এ সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, খাগড়াছড়ি জোনের জোন অধিনায়ক লে: কর্ণেল মোহাম্মদ আরাফাত হোসেন, পানছড়ি উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ তৌহিদুল ইসলাম, উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান চন্দ্র দেব চাকমা, পানছড়ি ডিগ্রী কলেজের অধ্যক্ষ সমীর দত্ত চাকমা, সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কনিকা খীসা, উপজেলা আওয়ামী লীগ সভাপতি মো: বাহার মিয়া, সমাজ সেবক সত্য নারায়ন চাকমা, পানছড়ি বাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অলি আহমেদ ও ৩নং পানছড়ি ইউপি চেয়ারম্যান মো নাজির হোসেন, প্রশিক্ষণার্থীমো: ইউনুছ ও বিপাশা চাকমা প্রমূখ।

 

অনুষ্ঠান শেষে পানছড়ি সাব জোনে ত্রিপুরা স্টুডেন্ট ফোরাম বাংলাদেশ এর শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী হিসেবে ১৫ সেট বই প্রদান করা হয়।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত