রাঙামাটিতে বৃক্ষ রোপন অভিযান ও বৃক্ষ মেলার উদ্বোধন

Published: 22 Jul 2019   Monday   

রাঙামাটিতে সোমবার থেকে সপ্তাহ ব্যাপী  বৃক্ষ রোপন অভিযান ও বৃক্ষমেলা শুরু হয়েছে।

 

জেলা প্রশাসক কার্যালয়ে বৃক্ষের চারা রোপন ও ফিতা কেটে মেলার উদ্বোধক ও প্রধন অতিথি ছিলেন রাঙামাটি আসনের সংসদ সদস্য এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য দীপংকর তালুকদার। পরে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রাঙামাটি পৌরসভা প্রাঙ্গণে  গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।

 

রাঙামাটি বন বিভাগ ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন রাঙামাটির অতিরিক্ত জেলা প্রশাসক এসএম শফি কামাল।  বিশেষ অতিথির বক্তব্য রাখেন, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা, পুলিশ সুপার আলমগীর কবির, রাঙামাটি পৌর মেয়র আকবর হোসনে চৌধুরী ও রাঙামাটি অঞ্চলের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক প্রনব ভট্রাচার্য্য।  স্বাগত বক্তব্য দেন পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোঃ তৌফিকুল ইসলাম।

 

অনুষ্ঠানে জেলার কৃষি কর্মকর্তা, কৃষক, বৃক্ষ প্রেমিক সহ স্কুল-কলেজর শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। পরে বিভিন্ন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও চাষীদের মাঝে চারা বিতরণ শেষে পৌর প্রাঙ্গণে বসানো বৃক্ষ মেলার স্টল পরিদর্শন করেন অতিথিরা।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত