প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনায় বাঘাইছড়িতে মুনিরিয়া তবলীগ কমিটির মানবন্ধন

Published: 22 Jul 2019   Monday   

চট্রগ্রাম  জেলার রাউজানে তিন মাস ধরে চলা নারকীয় সন্ত্রাস, কাগতিয়া মাদরাসার বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ করা এবং ষড়যন্ত্রমুলক মিথ্যা মামলা প্রত্যহার  অযথা হয়রানি অবসানের ব্যাপারে প্রধানমন্ত্রীর সরাসরি হস্তক্ষেপ কামনা করে সোমবার বাঘাইছড়িতে মুনিরীয়া যুব তবলীগ কমিটি।

 

বাঘাইছড়ি উপজেলা পরিষদের  সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য স্বাগত বক্তব্য রাখেন ছাত্রসেনা বাঘাইছড়ি শাখার সভাপতি  হাজি মুহাম্মদ ইউছুফ,  মুনিরিয়া তবলীগ কমিটি ও সভাপতি কৃষকলীগ বাঘাইছড়ি মারিশ্যা ১৪৩ নং শাখার প্রতিষ্টাতা সভাপতি মো ওসমান গনি, মুক্তিযোদ্ধা ইউনিটের উপজেলা সহকারী কমান্ডার মো আবদুল হালিম।


মানববন্ধনে বক্তারা বলেন, বিগত তিন মাস ধরে রাউজান জুড়ে যে বর্বরতা চলছে সেটা যেন পাকিস্তানি হানাদারদের নতুন অভিপ্রায়। বাড়ী ঘর লুটপাট, ব্যবসা প্রতিষ্ঠান ধ্বংস, নিরীহ মানুষকে শারীরিক ও মানসিকভাবে লাঞ্চিত করা- কি হচ্ছে না এখন রাউজানে। এই তান্ডবলীলার জন্য সাধারণ মানুষ আজ গৃহহারা। মিথ্যা মামলার কারণে শতশত মানুষ পরিবার-পরিজনকে ছেড়ে পালিয়ে বেড়াচ্ছে অথচ তাদের বিরুদ্ধে আগে একটি জিডিও ছিল না। 

 

বক্তারা প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট রাউজানে শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনতে যথাযথ পদক্ষেপ গ্রহণ করার দাবি জানানো হয়।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত