কাপ্তাইয়ে মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে র‍্যালি, আলোচনা সভা ও পোনা অবমুক্তকরন

Published: 18 Jul 2019   Thursday   

জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে বৃহস্পতিবার কাপ্তাইয়ে র‌্যালি, আলোচনা সভা ও মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।  

 

উপজেলা মৎস্য বিভাগের উদ্যোগে উপজেলা পরিষদ রেস্ট হাউসে আলোচনা সভায় কাপ্তাই উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সঞ্জয় দেবনাথের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মফিজুল হক। কাপ্তাই প্রেস ক্লাব সাধারণ সম্পাদক ঝুলন দত্তের সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা আ`লীগের সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান অংসুই ছাইন চৌধুরী, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান নাছির উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান উমেচিং মারমা, কাপ্তাই থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নুরুল আলম, উপজেলা মুুক্তিযোদ্ধা কমান্ডার শাহাদাত হোসেন চৌধুরী, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মারফুদুল হক।

 

আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন বড়ইছড়ি কর্নফুলি নুরুল হুদা কাদেরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়সীম বড়ুুয়া, মৎস্যচাষী সুজন তনচংগ্যা।   এবং উপজেলা পরিষদের পুকুরে  মাছের পোনা অবমুক্ত করা হয়।

 

এর আগে একটি র‌্যালি  উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ রেস্ট হাউসে  এসে আলোচনা সভায় মিলিত হয়। এর আগে উপজেলা পরিষদ পুকুরে রুই জাতীয় মাছের পোনা অবমুক্তকরণ করা হয়।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত