রাঙামাটিতে চোরাই সেগুন কাঠ জব্দ

Published: 16 Jul 2019   Tuesday   

রাঙামাটিতে ১৯২ ঘনফুট সেগুন ও গামারি গোল কাঁঠ উদ্ধার করা হয়েছে। যার বাজার আনুমানিক মূল্য ১লক্ষ ১৫হাজার ২শ’টাকা। সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ এসব সেগুন কাঠ জব্দ করে।


জানা গেছে, সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে যৌথবাহিনী ও ফরেষ্ট বিভাগের লোকজন অভিযান চালিয়ে এসব চোরাই কাঠ জব্দ করে। পরে জব্দ করা এসব কাঠ দক্ষিণ বন বিভাগের সদর রেঞ্জার মো.মোশারফ হোসেনের নেতৃত্বে বন বিভাগের কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।


সূত্র আরো জানায়, ভভিযানকালে কাউকে আটক করা সম্ভব হয়নি। এ ব্যাপারে বন বিভাগের আইনে একটি ইউডি মামলা দায়ের করাহয়েছে। পরে আইন মোতাবেক নিলামের মাধ্যমে এসব কাঠের টাকা সরকারি কোষাগারে জমা হবে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত