মহালছড়িতে বন্যা দুর্গতদের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করেছে সেনাবাহিনী

Published: 13 Jul 2019   Saturday   

খাগড়াছড়ির মহালছড়িতে টানা এক সপ্তাহ যাবত ভারিবর্ষণের কারণে পাহাড়ের ঢলের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত হওয়ায় চৌংড়াছড়ি মগপাড়ার ৩০-৩৫টি পরিবারের বসতবাড়ি জলমগ্ন হয়। এসব পরিবারের প্রায় দুই শতাধিক লোকজনকে মহালছড়ি জোনের সেনাবাহিনীর পক্ষ থেকে শনিবার সকাল সাড়ে ১১টায় শুকনো খাবার ও রান্না করা খাবার বিতরন করা হয়।


সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়, বিগত কিছুদিন যাবত টানা ভারী বর্ষণের ফলে একদিকে পাহাড় ধ্বসের আতঙ্ক আর একদিকে পাহাড়ের ঢলের পানিতে নি¤œাঞ্চল প্লাবিত হওয়ায় অনেকের বসতবাড়ি তলিয়ে যাওয়ায় মহালছড়িতে মানুষের জীবন যাত্রা প্রায় অচল হয়ে পড়ে। বিশেষ করে গরীব ও দুঃস্থ পরিবারগুলোর অবস্থা অবর্ণনীয়। তাই এসব বন্যায় কবলিত দুর্দশাগ্রস্থ,অর্ধাহারে-অনাহারে থাকা মানুষের পাশে থাকতে সেনাবাহিনী খাবার সামগ্রী বিতরণের উদ্যেগ গ্রহন করে। এ কার্যক্রম বন্যা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত চলতে থাকবে বলে জানান।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত