চন্দ্রঘোনায় শিক্ষকদের নিয়ে আরস্টেপের কর্মশালা অনুষ্ঠিত

Published: 12 Jul 2019   Friday   

শুক্রবার চন্দ্রঘোনা খ্রীষ্টিয়ান মিশন হাসপাতাল হলরুমে  প্রধান শিক্ষকদের নিয়ে দিনব্যাপী "ট্রেনিং অন সাপলিমেন্টারী রিডিং মেটেরিরিয়াল(এসআরএম) এন্ড হোল স্কুল এপ্রোস(ডব্লিউএসএম) ফর হেডমাস্টার্স" বিষয়ক কর্মশালা  অনুষ্ঠিত হয়েছে।

 

এনজিও সংস্থা আরস্টেপ- ইউবিআরের উদ্যোগে কর্মশালায় সভাপতিত্ব করেন আরস্টেপের কাপ্তাই,রাজস্থলী উপজেলা ম্যানেজার কাজী মুশফিকুল ইসলাম।এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাদের আহমেদ। বক্তব্য রাখেন আরস্টেপ- ইউবিআর এর প্রোগ্রাম অফিসার হোসনে জাহান লিজা,কেপিএম স্কুলের প্রধান শিক্ষক রহিমা বেগম রোজী, রাজস্থলী তাইতং পাড়া সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল আনোয়ার,কাপ্তাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোজাম্মেল হোসেন, সাংবাদিক নজরুল ইসলাম লাভলু প্রমুখ।

 

বক্তারা শিশু- কিশোরদের লিঙ্গ বৈষম্য দূরীকরণ, শিশু- কিশোরদের শাররীক পরিবর্তন,সেক্স,জেন্ডার বিষয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।এছাড়া,শিশু নির্যাতন,স্কুলের  কোমলমতি ছাত্রছাত্রীদের যৌন,ইভটিজিং বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে শিক্ষকদের করনীয় সম্পর্কে আলোচনা করেন। কর্মশালায় কাপ্তাই ও রাজস্থলী উপজেলার ২১ টি বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ অংশ গ্রহণ করেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত