রাঙামাটিতে ৪৪টি বৌদ্ধ বিহারে ত্রিপিটক বিতরণ

Published: 12 Jul 2019   Friday   

শুক্রবার রাঙামাটির ৪৪টি বৌদ্ধ বিহারে বিনামূল্যে ত্রিপিটক বিতরণ করেছে চট্টগ্রামস্থ ত্রিপিটক রিসার্চ সোসাইটি।


শহরের আসামবস্তী বুদ্ধাংকুর বৌদ্ধ বিহারে এ উপলক্ষে বুদ্ধাংকুর বৌদ্ধ বিহারে অষ্টপরিস্কার দান, বুদ্ধ মুর্তি দান, সংঘদানসহ ধর্মসভা অনুষ্ঠিত হয়।


পার্বত্য ভিক্ষু সংঘ বাংলাদেশের সহ সভাপতি ভদন্ত ধর্মকীতি মহাথের সভাপতিত্বে ধর্মীয় অনুষ্ঠান উদ্বোধন করেন, বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার মহা সচিব ভদন্ত এস লোকজিৎ থেরো। প্রধান ধর্ম দেশনা করেন পার্বত্য ভিক্ষু সংঘ বাংলাদেশ সাধারণ সম্পাদক ভদন্ত শুভদর্ষী মহাথেরো।

 

ধর্ম সভায় রাঙামাটি পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী, রাঙামাটি সদর উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ শহিদুজ্জামান মহসিন রোমান ,, বুদ্ধাংকুর বৌদ্ধ বিহারের পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক উদয়ন বড়–য়াসহ বিহার পরিচালনা কমিটির অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এছাড়া ভিক্ষুসংঘ ত্রিপিটকের বিভিন্ন বিষয় তুলে ধরে ধর্মদেশনা দেন। রাঙ্গামাটি বড়–য়া জনকল্যাণ সংস্থা ও বুদ্ধাংকুর বৌদ্ধ বিহারের পরিচালনা কমিটি ত্রিপিটক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে। রাঙামাটির বিভিন্ন উপজেলার বৌদ্ধ বিহারে পরিচালনা কমিটির নেতৃবৃন্দের

কাছে ত্রিপিটক গ্রন্থ হস্তান্তর করা হয়।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত