কাপ্তাইয়ের পাহাড় ধসে ক্ষতিগ্রস্থ তিন পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

Published: 11 Jul 2019   Thursday   

কাপ্তাইয়ের চন্দ্রঘোনা ইউনিয়নাধীন কলাবাগান মালি কলোনীতে পাহাড় ধসে ক্ষতিগ্রস্থ তিন পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। 

 

বুধবার সন্ধ্যায় চন্দ্রঘোনা ইউনিয়ন পরিষদের উদ্যোগে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রীর মধ্যে চাল,ডাল,তৈল,আলু,চিনি,লবন,সাবান,মোমবাতি,ম্যাচসহ নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী রয়েছে।

 

 খাদ্য সামগ্রী বিতরণ করেন চন্দ্রঘোনা ইউপি চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চৌধুরী বেবী। এসময় উপস্থিত ছিলেন ক্ষতিগ্রস্থ তিন পরিবারের সদস্য আবদুল গফুর মিয়া,সুনিল মল্লিক,সুধীর মল্লিক ও ইউপি সদস্য আরশাদ আলী এরশাদ,সুমন,আবুল হাসনাত খোকন,আওয়ামী লীগ নেতা সাহিদ উদ্দিন,বাহাদুর,নবীসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিগণ। উল্লেখ্য, টানা বর্ষনে গত সোমবার (৮ জুলাই) দুপুরে উপজেলার চন্দ্রঘোনা কেপিএম আবাসিক এলাকাধীন কলাবাগান মালী কলোনীতে পাহাড় ধসে তিনটি ঘর মাটি চাপা পড়ে।এতে গফুর মিয়ার মেয়ে তাহমিনা আক্তার (২৫) ও সুনিল মল্লিকের নাতী সূর্য মল্লিক (৩) নিহত হয়। 

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত