রাঙামাটিতে মাদক বিরোধী র‌্যালী ও আলোচনা সভা

Published: 26 Jun 2019   Wednesday   

মাদকের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে বুধবার  মাদক বিরোধী র‌্যালি ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে।

 

রাঙামাটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে সুস্বাস্থ্যেই সুবিচার, মাদক মুক্তির অঙ্গীকার’ এর প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাঙামাটি পুলিশ সুপার আলমগীর কবীর। ভারপ্রাপ্ত জেলা প্রশাসক এসএম শফি কামালের সভাপত্বিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্যে রাখেন, জেলা সিভিল সার্জন ডা. শহীদ তালুকদার, রাঙামাটি সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. মাঈন উদ্দীন, মাদকদ্রব্য অধিদপ্তরের রাঙামাটির কার্যালয়ের সহকারী পরিচালক আবদুল হামিদ।

 

এর আগে একটি র‌্যালী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে  শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে  জেলা শিল্পকলা মিলনায়তনে গিয়ে শেষ হয়।

 

সভায় বক্তারা বলেন, বাংলাদেশের অগ্রযাত্রাকে ব্যাহত করতে দেশীয় ও আন্তর্জাতিক মহল মাদকের বিস্তার ঘটাচ্ছে। যাতে করে সরকারের অগ্রযাত্রা ব্যাহত করা যায়। তাই মাদকের ভয়াবহ ছোবল থেকে মুক্তি পেতে প্রতিটি শিশু থেকে যুবকদের সচেতন করতে সকলের প্রতি আহবান জানান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত