বিলাইছড়িতে মাদক বিরোধী র‌্যালী ও আলোচনা সভা

Published: 26 Jun 2019   Wednesday   

মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে বুধবার বিলাইছড়িতে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা কনফারেন্স কক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান  বীরোত্তম  তঞ্চঙ্গ্যা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস  চেয়ারম্যানদ্বয় রবিন তঞ্চঙ্গ্যা ও উৎপলা চাকমা। বিলাইছড়ি থানার অফিসার ইনচার্জ পারভেজ  আলীর সভাপতিত্বে আরও বক্তব্য  রাখেন, উপজেলা রিসোর্স সেন্টারের ইনেস্ট্রাক্টর বখতিয়ার হোসেন চৌধুরী, ৩ নং ফারুয়ার ইউপি চেয়ারম্যান বিদ্যালাল তঞ্চঙ্গ্যা, বীর মুক্তিযোদ্ধা শাক্য প্রিয় বড়–য়া, উপজেলা শিক্ষা কর্মকর্তা নিখিলেশ চাকমা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নীতিশ চাকমা, উপজেলা  আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি অংসাখ্যই মার্মা । আরও বক্তব্য রাখেন যায়যায়দিন পত্রিকার বিলাইছড়ি প্রতিনিধি পুষ্প মোহন চাকমা।

 

এর আগে সকালে সকলের অংশগ্রহণে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে শুরু হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে যথাস্থানে এসে শেষ করা হয়।

 

আলোচনা সভায় বক্তারা বলেন, এলাকা ভেদে মাদক ব্যবহারের ভিন্নতা রয়েছে। তাই বর্তমানে সারা দেশে ইয়াবার ব্যবহার ব্যপকতা থাকলেও পার্বত্য চট্টগ্রামে সবচেয়ে ভয়ানক মাদক হচ্ছে চোলাই মদ। এটা পার্বত্য চট্টগ্রামের পল্লীর অলিতে-গলিতে সর্বত্র পাওয়া যায়। ইহার উৎপাদন কেন্দ্রসহ বিপনন কেন্দ্রসমূহ উৎখাত করার ব্যবস্থা নিতে হবে। বর্তমানে পার্বত্য চট্টগ্রামে শিশু-কিশোর হতে ষাটোর্ধ বয়স্ক বৃদ্ধদেরকেও চোলাই মদের মাদকাসক্ত হতে দেখা যায়। এ চোলাই মদের কারণে পাহাড়ি পল্লীগুলোতে অসংখ্য নারী নির্যাতিত হয়ে আসছে। বক্তারা আরো বলেন, দেশকে উন্নয়নের শীর্ষে এগিয়ে নিতে মাদককে প্রতিরোধ করতে হবে। যুব সমাজকে মাদকের কবল হতে বেড়িয়ে আসতে হবে। এ কারণে মাদকের উৎপাদন, অবৈধ পাচার তথা বিপনন ব্যবস্থার বিরুদ্ধে কাজ করতে সকল স্থরের লোকজনকে সহায়তা করতে হবে।

 --হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত