কাপ্তাইয়ে অবহিতকরণ সভা ও চলচ্চিত্র প্রদর্শন

Published: 20 Jun 2019   Thursday   

সরকারের অর্জিত সফলতা ও উন্নয়ন ভাবনা, টেকসই উন্নয়ন লক্ষ্যসমূহ ( এসডিজি)  ভিশন:২০২১ এর লক্ষ্য ও অর্জনসমূহ, অটিজম, তথ্য অধিকার, মানব পাচার, মাদক, সন্ত্রাস, গুজব ও জঙ্গিবাদ প্রতিরোধ বিষয়ে জনগনকে সচেতন করার লক্ষ্যে বৃহস্পতিবার কাপ্তাইয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

কাপ্তাই তথ্য অফিসের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন  উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মফিজুল হক। কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্রাফ আহমেদ রাসেল এতে সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা আ`লীগের সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান অংসুই ছাইন চৌধুরী, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান নাছির উদ্দিন,উপজেলা শিক্ষা কর্মকর্তা খুরশিদ আলম চৌধুরী। আলোচনার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন কাপ্তাই তথ্য কর্মকর্তা মোঃ হারুন।  সভায় সঞ্চালনা করেন  মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাদির আহমেদ।  সভায় সরকারি বিভিন্ন দপ্তরের প্রধানগণ, জনপ্রতিনিধি, মুুক্তিযোদ্ধা,  সাংবাদিক এবং নানা শ্রেণী পেশার লোকজন অংশ নেন। পরে চলচিত্র প্রদর্শন করা হয়।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত