রাঙামাটিতে ট্রাক চালক কল্যাণ সমিতির মৃত্যুবরণকারী সদস্যের পরিবারদের মাঝে নগদ অর্থ প্রদান

Published: 16 Jun 2019   Sunday   

রোববার রাঙামাটিতে ট্রাক চালক কল্যাণ সমিতির মৃত্যু তহবিল থেকে সমিতির মৃত্যুবরণকারী সদস্যের পরিবারদের মাঝে নগদ অর্থ প্রদান করা হয়েছে।

 

পৌর ট্রাক টার্মিনালে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি আব্দুল মালেক ছোটন। ট্রাক চালক কল্যাণ সমিতির অর্থ সম্পাদক মোঃ হাসানের   পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক মোঃ ইউনুছ, সমিতির সাংগঠনিক সম্পাদক মোঃ কাশেম, মিনি ট্রাক চালক কল্যাণ সমিতির সভাপতি কিশোর চৌধুরী, ট্রাক শ্রমিক ইউনিয়ন সমিতির সভাপতি আলী আজগর, ট্রাক চালক কল্যাণ সমিতির সাবেক সাধারণ সম্পাদক মোঃ সিরাজ’সহ অন্যন্য যানবাহনের মালিক, চালক, শ্রমিক সমিতির নেতারা।

 

অনুষ্ঠানে ট্রাক চালক কল্যাণ সমিতির মৃত্যুবরণকারী হাটহাজারী রহুল্যাপুর এলাকার বাসিন্দা মোঃ আবুল হোসেন, হাটহাজারী দেওয়ান নগর এলাকার মোঃ সেকান্দার, কাউখালীর মোঃ বজলুর রহমান, সদরের রিজার্ভ বাজার এলাকার মোঃ সেকান্দার, রাউজানের সাপলংকা এলাকার মোঃ আমিনুল হক, সাতকানিয়া বাংলাবাজার এলাকার মোঃ মাহাবুর রহমান, হাটহাজারীর মোঃ হাছান মিয়া, রাউজান গহিরা এলাকার কাজী মোঃ আবু হায়াত, রাউজান চিকসাইর এলাকার মোঃ সেলিম, রাউজান জাফলং এলাকার মোঃ আবুল কাসেম এবং পূর্ব রাউজান এলাকার মোঃ শরাফত আলী চৌধুরী জাফর’সহ প্রতিটি পরিবারের সদস্যদের হাতে সমিতির মৃত্যু তহবিল হতে নগদ ১২ হাজার টাকা করে প্রদান করে সমিতি নেতারা।

 

অনুষ্ঠানে বক্তারা বলেন, এখানে মাঝারী ও বড় যানবাহন সমিতিগুলো যে যার মতো সংগঠন করে চালাচ্ছে, যা মোটেই কাম্য নয়। যার ফলে বিভিন্ন দূর্ঘটনা মূহুর্ত ও পরবর্তীতে সরকারী বেসরকারী সকল সুযোগ সুবিধা হতে আমরা বঞ্চিত হচ্ছি। মাঝারী ও বড় যানবাহন সমিতিগুলো যদি সবাই একি কাতারে একত্র হয়ে কাজ করলে সমিতির সদস্যরা অনেক উপকৃত হবে। বক্তরা বলেন, আজো অনেকেই চালকদের ছোট করে দেখে। তাদের ছোট করে দেখার কোন অবকাশ নেই। কারণ পৃথিবীর সর্ব্বোচ্চ সম্মানী ব্যাক্তিদের চালকরাই গাড়ীতে নিয়ে চলাফেরা করে। সমিতির সবাইকে ঐক্যবদ্ধ হয়ে মালিক, চালক ও শ্রমিক  ভাইদের কল্যানে এগিয়ে আসার আহ্বান জানান বক্তরা। 

 

নেতারা বলেন,আগামীতে এ তহবিল থেকে অর্থের পরিমান আরো বৃদ্ধি করা হবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত