হিল ফ্লাওয়ারের উদ্যোগে জলবায়ু পরিবর্তন অভিযোজনে জনগোষ্ঠীর সক্ষমতা বৃদ্ধির লক্ষে অধিপরামর্শ সভা

Published: 21 May 2019   Tuesday   

জলবায়ু পরিবর্তন অভিযোজনে জনগোষ্ঠীর সক্ষমতা বৃদ্ধির লক্ষে সুশীল ও সরকারী প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে মঙ্গলবার রাঙামাটির বালুখালী ইউনিয়নের দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির অধিপরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।


বেসরকারী উন্নয়ন সংস্থা হিল ফ্লাওয়ারের উদ্যোগে বালুখালী ইউনিয়ন কার্যালয়ে সংলাপে প্রধান অতিথি ছিলেন বালুখালী ইউপি চেয়ারম্যান বিজয়গিরি চাকমা। হিল ফ্লাওয়ারের প্রকল্প ব্যবস্থাপক জ্যোতি বিকাশ চাকমার সঞ্চালনায় অন্যান্যর মধ্যে বক্তব্যে রাখেন রাঙামাটি সদর উপজেলা পরিষদের প্রকল্প কর্মকর্তা তর্পন চাকমা, শীলছড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুবিনয় চাকমা, ইউনিয়ন প্রাণী সম্পদ কর্মকর্তা প্রদীপ শংকর দাশ, ওয়ার্ড মেম্বার মানিক্য চাকমা, ওয়ার্ড মেম্বার অমনি চাকমা,সাংবাদিক সত্রং চাকমা প্রমুখ। উক্ত পরামর্শ সভায় বালুখালী ইউনিয়নের বিভিন্ন বিভাগের সরকারী কর্মকর্তা, ও ইউনিয়নের ওয়ার্ড মেম্বাররা অংশ নেন।


সভায় বক্তারা হিল ফ্লাওয়ার বালুখালী ইউনিয়নে জলবায়ু পরিবর্তন অভিযোজনে জনগোষ্ঠীর সক্ষমতা বৃদ্ধির লক্ষে যে কাজ করে যাচ্ছে তা প্রশংসনীয়। বর্তমানে এলাকার লোকজনদের মাঝে অনেক সচেতনা বৃদ্ধি পেয়েছে। ভবিষ্যতেও হিল ফ্লাওয়ার এ কর্মকান্ড অব্যাহত রাখবে আশাবাদ ব্যক্ত করেন বক্তারা।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত