২৩ ঘন্টার পর পানিতে তলিয়ে যাওয়া উত্তম কুমার দেওয়ানের লাশ উদ্ধার

Published: 18 May 2019   Saturday   

শুক্রবার  বরকল উপজেলার সুভলং ইউনিয়নের মাইচছড়ি এলাকায় দুটি ট্রলার বোটের সংঘর্ষে পানিতে পড়ে গিয়ে নিখোঁজ ২৩ঘন্টার পর হওয়ার  উত্তম কুমার দেওয়ানের লাশ  শনিবার  সকালে ভেসে উঠেছে। পুলিশ গিয়ে লাশ উদ্ধার করেছে। শুক্রবার রাঙামাটির ফায়ার সার্ভিস কর্মী ও চট্টগ্রাম থেকে ডুবুরীরা দিনভর উদ্ধার অভিযান চালিয়েও লাশ উদ্ধার করা সম্ভব না হওয়ায় উদ্ধার অভিযান বন্ধ করে চলে যায়।

 

বড়হরিনা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নিলাময় চাকমা জানান,২৩ঘন্টা অপেক্ষা করার পর পানিতে তলিয়ে যাওয়া উত্তম কুমার দেওয়ানের লাশ আজ সকালে ভেসে উঠেছে। লাশটি পাওয়ার পর তার পরিবারের  কাছে হস্তান্তর করা হয়েছে। শনিবার  বিকালে তার গ্রামের বাড়ির শশ্মানে দাহ সম্পন্ন করা হয়েছে।

 

বরকল মডেল থানার ওসি মফজল আহম্মদ খান উত্তম কুমার দেওয়ানের লাশ পাওয়ার বিষয়টি স্বীকার করে জানান,লাশটি তার পরিবারের হাতে হস্তান্তর করা হয়েছে। তবে এ ব্যাপারে এখনো মামলা হয়নি। শুধু মাত্র জিডি করা হয়েছ বলে জানান ওসি।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত