আইমাছড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অমর কুমার চাকমার সহধর্মিনীর মৃত্যু

Published: 15 May 2019   Wednesday   

রাঙামাটির বরকল উপজেলার ৩নং আইমাছড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অমর কুমার চাকমার সহ ধর্মিনী ঊষারানী চাকমা  বুধবার ভোর রাতে  স্ট্রোকে মৃত্যুবরণ করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩৭ বছর।  তিনি স্বামী পুত্র সন্তান আত্মীয়-স্বজন ও অনেক গুনগ্রাহী রেখে গেছেন।

 

মৃত ঊষারানি চাকমা বগাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক হিসাবে কর্মরত ছিলেন। তার এক কন্যা সন্তান অদ্রি চাকমা এবারে বরকল সরকারি মডেল উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাশ করেছে। আর ছোট ছেলে অভিরুপ চাকমা (চিমচিম) বরকল মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেনীতে পড়ছে। মৃত ঊষারানী চাকমা ২০০৪ সালে সহকারি শিক্ষক হিসাবে উপজেলার আইমাছড়া ইউনিয়নের বগাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যোগদান করেন। তার মৃত্যুতে এলাকাসহ তার কর্মস্থল বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

 

বগাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুপ্রা চক্রবর্তী দুঃখ ভারাক্রান্তে বলেন- তার সহ কর্মী ঊষারানি চাকমার অকাল মৃত্যু কোন অবস্থাতে মেনে নিতে পারছেন না।

 

 

তিনি আরো বলেন- বিদ্যালয়ের ছাত্র ছাত্রী ও অভিভাবকরা একজন দক্ষ অভিজ্ঞ শিক্ষক কে হারিয়েছে। একজন কর্ম নিষ্ঠ দক্ষ অভিজ্ঞ শিক্ষক হিসাবে সহকারি শিক্ষিকা ঊষারানি চাকমার তুলনা নেই বললেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুপ্রা চক্রবর্তী। সহকারি শিক্ষক ঊষারানি চাকমার অকাল মৃত্যুতে তার পরিবার ও আত্মীয় স্বজনদের মাঝে শোকের মাতম চলছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত