রাঙামাটিতে বুদ্ধ পূর্নিমা উপলক্ষে শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা ও আলোচনা সভা

Published: 15 May 2019   Wednesday   

বুদ্ধ পূর্নিমা উপলক্ষে বুধবার রাঙামাটিতে নক্সাফুল আর্ট  এন্ড মিউজিক স্কুলের উদ্যোগে শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরুস্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

 

গাঙ সাবারাং রেষ্টুরেন্টে আয়োজিত অনুষ্ঠানে চিত্রাংকন প্রতিযোগিতার উদ্বোধন করেন ইনষ্টিটিউট ফর পিস আর্টস এন্ড সাইসেন্স এর সহ-সভাপতি সূচিত্রা চাকমা। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আদিবাসী ফোরাম পার্বত্যাঞ্চল শাখার সভাপতি প্রকৃতি রঞ্জন চাকমা। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঝগড়াবিল মৌজার হেডম্যান সুরঞ্জন দেওয়ান, রাঙামাটি পৌর সভার সংরক্ষিত মহিলা কাউন্সিলর সুমা বেগম পূর্নিমা, পৌর কাউন্সিল বাচিং মারমা।  অনুষ্ঠান সঞ্চালনা করেন বিশিষ্ট সংগীত শিল্পী বিজ্ঞান্তর তালুকদার।

 

অনুষ্ঠান শেষে অতিথির প্রতিযোগিতার প্রথম,দ্বিতীয় ও তৃতীয় বিজয়ী ছাড়াও অংশ গ্রহনকারীদের মাঝে পুরুস্কার বিতরণ করেন।

 

বক্তারা বলেন, মনোরম প্রাকৃতিক পরিবেশে এই ধরনের চিত্রাংকন প্রতিযোগিতা প্রশংসনীয়। নক্সাফুল আর্ট  এন্ড মিউজিক স্কুল চালু  করতে যাচ্ছে তা এলাকার ছেলে-মেয়েদের চিত্রাংকন ও সংগীত বিষয়ে জ্ঞানার্জনের ব্যাপক ভূমিকা রাখতে সক্ষম হবে।

 

ইনষ্টিটিউট ফর পিস আর্টস এন্ড সাইসেন্স এর সাধারন সম্পাদক ফদাংতাং রান্দাল জানান, ইনষ্টিটিউট ফর পিস আর্টস এন্ড সাইসেন্স এর অঙ্গ প্রতিষ্ঠান হিসেবে কয়েক দিনের মধ্যে আসামবস্তি এলাকায় আনুষ্ঠানিকভাবে নক্সাফুল আর্ট  এন্ড মিউজিক স্কুল চালু  করতে যাচ্ছে। এতে ছেলে-মেয়েরা আর্টস ও সংগীত বিষয়ে ভর্তি হতে পারবে।  চিত্রাংকন ও সংগীতে বিষয়ে অভিজ্ঞ শিক্ষক দ্বারা পরিচালিত হবে। তিনি নক্সাফুল আর্ট  এন্ড মিউজিক স্কুলকে সহযোগিতা করতে এলাকার অভিভাবকসহ রাঙামাটি বাসীর প্রতি আহ্বান জানান। 

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.   

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত