ছাত্রছাত্রীদের প্রকৃত শিক্ষায় শিক্ষিত হয়ে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করতে হবে-দীপংকর তালুকদার এমপি

Published: 02 May 2019   Thursday   

ছাত্রছাত্রীদের প্রকৃত শিক্ষায় শিক্ষিত হয়ে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করতে হবে।পাসের হার বাড়লে হবেনা, শিক্ষার গুনগত মানকে বাড়াতে হবে, সেই ক্ষেত্রে শিক্ষক শিক্ষার্থী এবং অভিভাবকদের একযোগে কাজ করতে হবে। বর্তমানে কিছু লোক ধর্মকে ব্যবহার করার প্রতিযোগিতায় লিপ্ত রয়েছে। কিন্ত মানুষের মুক্তির জন্য এটা কখনোও কাম্য হতে পারেনা। তাই আসুন আমরা সবাই মিলে একটি অসাম্প্রদায়িক, বর্ণবাদমুক্ত  সমাজ গড়ি। বৃহস্পতিবার  রাঙামাটির কাপ্তাইয়ের বড়ইছড়ি কর্ণফুলি নুরুল হুদা কাদেরী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী ও বর্তমান সাংসদ দীপংকর তালুকদার এসব কথা বলেন।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্কুল পরিচালনা কমিটির সভাপতি বিশিষ্ট প্রাবন্ধিক আমিনুর রশীদ কাদেরী। সিনিয়র শিক্ষক রাজেশ ভট্রাচার্য্যের সঞ্চালনায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্হিত ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য প্রকৌশলী থোয়াই চিং মং মারমা, কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মফিজুল হক, কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্রাফ আহমেদ রাসেল, উপজেলা  ভাইস চেয়ারম্যান নাছির উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান উমেচিং মারমা, কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান সুব্রত বিকাশ তংচংগ্যা,   চন্দ্রঘোনা ইউপি চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চৌধুরী বেবী, উপজেলা মুুক্তিযোদ্ধা কমান্ডার শাহাদাত হোসেন চৌধুরী, ওয়াগ্গা ইউপি চেয়ারম্যান চিরন্জিত তংচংগ্যা,  রাঙামাটি প্রেস ক্লাবের  সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন রুবেল, জেলা আ`লীগ শ্রম বিষয়ক মোঃ হানিফ, চন্দ্রঘোনা ইউনিয়ন আ`লীগের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম । আলোচনার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন স্কুলের দাতা সদস্য খোরশেদুল আলম কাদেরী।  আলোচনার শুরুতে স্কুলের প্রতিবেদন পেশ করেন  প্রধান শিক্ষক জয়সীম বড়ুয়া।

 

 এর আগে প্রধান অতিথি নতুন কারিগরি শিক্ষার একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্হাপন করেন।পরে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী ছাত্রছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

 

অনুষ্ঠানে স্কুলের শিক্ষার্থীদের পরিবেশনায় মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান আগত অতিথিদের মুগ্ধ করেন।এরপর তিনি চন্দ্রঘোনা ইউনিয়নের বারঘোনা কেআরসি উচ্চ বিদ্যালয়ে ২৫ তম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছাত্রছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত