প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় জেলা প্রশাসনের লিফলেট বিতরণ

Published: 23 Apr 2019   Tuesday   

প্রাকৃতিক ও দুর্যোগ মোকাবেলায় রাঙামাটিতে জনগণের মধ্যে  সচেতনা সৃষ্টির লক্ষে মঙ্গলবার জেলা প্রশাসনের পক্ষ থেকে লিফলেট বিতরণ।

 

রাঙামাটি শহরের লিফলেট বিতরনের কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক একেএম মামুনুর রশিদ।  পরে  জেলা প্রশাসন কার্যালয় থেকে শুরু করে শহরের প্রধান সড়কে পাহাড় ধসের সচেতনতা বৃদ্ধির লক্ষে যানবাহনের যাত্রী ও পথচারিদের মধ্যে প্রাকৃতিক ও দুর্যোগ মোকাবেলার লিফলেট বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন,রাঙ্গামাটি সদর জোন কমান্ডার লেঃকর্ণেল মো.রফিকুল ইসলাম পিএসসি, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এসএম শফি কামাল,অতিরিক্ত পুলিশ সুপার(সদরসার্কেল) মো. জাহাঙ্গীর আলম,জেলা পরিষদের সদস্য মনোয়ারা জসিমও ফায়ার সার্ভিসের সহকারি পরিচালক মো.দিদার আলম প্রমুখ।

 

জেলা প্রশাসক একেএম মামুনুর রশিদ বলেন,গণসচেতনতা বৃদ্ধির জন্য প্রাকৃতিক ও দুর্যোগ মোকা বেলায় এবার প্রশাসনের সবাইকে সাথে নিয়ে প্রস্তুতিমূলক জনসচেতনতার লক্ষে আমরা সবাই মিলে মাঠে নেমেছি। আগাম প্রস্তুতি থাকলে যে কোন বিপদ আপদ থেকে রক্ষা পাওয়া যায়। তিনি আরো বলেন, প্রাকৃতিক দুর্যোগ তো আর ঠেকানো যাবে না তবে সর্তক থাকলে রেহায় পাওয়া যায়।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত