রাঙামাটিতে কৃষকলীগের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

Published: 19 Apr 2019   Friday   

শুক্রবার রাঙামাটিতে নানা আয়োজনে বাংলদেশ কৃষকলীগের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

 

জেলা কৃষকলীগের উদ্যোগে ‘‘কৃষক বাচাঁও দেশ বাচাঁও শ্লোগান’’ একটি র‌্যালী জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালী শেষে জেলা দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দলীয় কার্যালয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও সাবেক জেলা পরিষদের চেয়ারম্যান চিংকো রোয়াজা। জেলা কৃষকলীগের সভাপতি জাহিদ আক্তারের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্যে রাখেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও সাবেক জেলা পরিষদের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা, যুগ্ন-সম্পাদক জসিম উদ্দিন বাবুল, কৃষি সম্পাদক মোঃ ইউছুফ, জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শামসুল আলম, রাঙামাটি প্রেস ক্লাবের সভাপতি সাখাওয়াত হোসেন রুবেল, জেলা কৃষকলীগের সহ-সভাপতি মাকছুদ আহম্মেদ, বাঘাইছড়ি উপজেলার কৃষক লীগের সভাপতি আব্দুল আজিজ, জেলা যুব মহিলা লীগের সভাপতি রোকেয়া আক্তার, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ কাজল প্রমুখ ।


এছাড়াও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাজী মুছা মাতাব্বর, যুগ্ন-সম্পাদক আব্দুল মতিন, রফিক তালুকদার, প্রচার সম্পাদক মততাজ উদ্দিন, জেলা পরিষদের চেয়ারম্যান বৃষ কেতু চাকমাসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভা শেষে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন নেতা-কর্মীরা।


আলোচনা সভায় বক্তারা বলেন, কৃষকলীগ হচ্ছে বাংলার মেহনতি মানুষের সংগঠন। এটা কৃষকের কথা বলে, তাদের ন্যায্য অধিকার আদায়ে সংগ্রাম করে। কৃষকলীগ সততার সাথে কৃষকের পক্ষে কথা বলে আসছে। কৃষকদের স্বার্থ রক্ষায় অতীতে মত ভবিষ্যৎতেও কৃষকলীগ কৃষকদের পাশে থাকবে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত