বরকলে মারমা সম্প্রদায়ের সাংগ্রাই জল উৎসবের আয়োজন

Published: 16 Apr 2019   Tuesday   

মঙ্গলবার  রাঙামাটির বরকল উপজেলা সদরে ঐতিহ্যবাহী সাংগ্রাই জল উৎসবের আয়োজন করা হয়েছে। পুরাতন বছরের সকল দুঃখ, কষ্ট,গ্লানি ধুয়ে-মুছে দিয়ে নতুন বছরকে স্বাগত জানাতে মারমা সম্প্রদায় এই সাংগ্রাই জল উৎসবে মেতে উঠে।

 

উপজেলা খেলার মাঠে অনুষ্ঠিত  সাংগ্রাই জল উৎসবে  উদ্বোধন করেন নব নির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান বিধান চাকমা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাংগ্রাই জল উৎসব পরিচালনা কমিটির সভাপতি মংহ্লাচিং মারমা। এ সময় উপজেলা ভাইস চেয়ারম্যান শ্যামরতন চাকমা। বরকল মডেল থানার অফিসার ইনচার্জ মফজল আহম্মদ খান, বরকল  উপজেলা প্রেস ক্লাব সভাপতি পুলিন বিহারী চাকমা উপজেলা কার্বারী এসোসিয়েশনের সভাপতি নন্দ বিকাশ চাকমা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার করুনা মোহন চাকমা ৩নং আইমাছড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অমর কুমার চাকমা ৫নং বড়হরিনা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নিলাময় চাকমা বরকল সদর ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা মেম্বার মাসা মারমা পানি খেলা কমিটির সদস্য চিংহেন রাখাইন ক্যাছেন রাখাইন সাইচাল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিলিপ কুমার চাকমা সহ এলাকার গন্যমান্য ব্যাক্তিরা উপস্থিত ছিলেন।

 

সাংগ্রাই জল উৎসবের  পাশাপাশি নারী ও পুরুষদের আলাদা দল করে রশি টানাটানি ও পিচ্চিল বাঁশে উঠার প্রতিযোগিতা দেয়া হয়। বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরন করেন নব নির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান বিধান চাকমা।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত