সেনাবাহিনীর পক্ষ থেকে মহালছড়িতে বর্ষরণ উদযাপনের জন্য বিভিন্ন ক্লাবকে আর্থিক সহায়তা প্রদান

Published: 12 Apr 2019   Friday   

খাগড়াছড়ির মহালছড়িতে পাহাড়িদের বিজু, সাংগ্রাই, বৈসুক, বিষু, বিহু এর উৎসব উদযাপনের জন্য উপজেলার বিভিন্ন ক্লাবকে খেলাধূলা সামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান করেছে সেনাবাহিনী। 

 

শুক্রবার সকাল সাড়ে ১১টায় মহালছড়ি জোন সদরে উপজেলার বিভিন্ন ক্লাবের সদস্যদের উপস্থিতিতে খেলাধূলা সামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান করেছেন মহালছড়ি জোন অধিনায়ক লে: কর্ণেল মেহেদী হাসান পিএসসি।


এ সময় তিনি সংক্ষিপ্ত বক্তব্যে বাংলা নববর্ষের আগাম শুভেচ্ছা ও পাহাড়িদের ঐতিহ্যবাহী বিজু, সাংগ্রাই, বৈসুক, বিষু, বিহু এর উৎসবের শুভেচ্ছা জানিয়ে বলেন, সকল হিংসা-বিদ্বেষ ভুলে গিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। সেনাবাহিনী পাহাড়ে সকল সম্প্রদায়ের সম্প্রীতি রক্ষার জন্য কাজ করে যাচ্ছে। সম্প্রীতি রক্ষায় সবাইকে সেনাবাহিনীকে সহযোগিতা করার আহবান জানান তিনি।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত