বাঘাইছড়িতে সন্ত্রাসীদের ব্রাশ ফায়ারের ঘটনায় আহত আরো ১ জনের মৃত্যু

Published: 09 Apr 2019   Tuesday   

রাঙামাটির বাঘাইছড়িতে সহিংস ঘটনায় চিকিৎসাধণি অবস্থায় আরো ১ জনের মৃত্যু হয়েছে। নিহতের নাম নিরু বিকাশ চাকমা। এ ঘটনার এ নিয়ে মৃতের সংখ্যা দাড়ালো ৮ জনে। বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম এ মঞ্জুর এ তথ্য নিশ্চিত করেছেন।


নিরু বিকাশ চাকমা বাঘাইছড়ি উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারী পদে কর্মরত ছিলেন। নির্বাচনে তিনি পোলিং অফিসারের দায়িত্ব পালন করেন। সন্ত্রাসীদের ব্রাশ ফায়ারে তিনি গুরুতর আহত হন।


ঘটনার পর থাকে প্রথমে চট্টগ্রাম পরে ঢাকা সিএমএইচে নেয়া হয়। সেখানে চিকিৎসাধিন অবস্থায় সোমবার রাত সোয়া ১১ মারা যান। মঙ্গলবার বিকালে বাঘাইছড়ি নিজ বাড়ীর উদ্দেশ্যে তার মরদেহ আনা হয়েছে।


উল্লেখ্য, গেল ১৮মার্চ বাঘাইছড়ি উপজেলা নির্বাচনে দায়িত্ব পালন শেষে ফেয়ার পথে দীঘিনালা-বাঘাইছড়ি সড়কের ৯ মাইল এলাকায় একদল দুর্বৃত্ত ব্রাশ ফায়ার করে। এতে গুলিতে সহকারী পুলিং অফিসার ৭জন নিহত ও ২৬ জন আহত হন। এর মধ্যে গুরুত্বর আহত অবস্থায় ১১জনকে হেলিকপ্টারযোগে ঢাকা ও চট্টগ্রাম সামরিক হাসপাতালে প্রেরণ করা হয়।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত