পানছড়ি বাজার সচলে গণ্যমান্য আলোচনা সভা

Published: 06 Apr 2019   Saturday   

পানছড়ি বাজার সচলে করতে শনিবার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে  মতবিনিময় সভা করেছে গণতান্ত্রিক ‘ইউপিডিএফ’।

 

জনস্বার্থে এইচ.এস.সি পরীক্ষা ও পার্বত্য চট্টগ্রামের ঐতিহ্যবাহী ‘বৈসু-বিজু-সাংগ্রাই উৎসবকে সামনে রেখে পানছড়ি বাজার বন্ধ বাজার চালু করতে অনুষ্ঠিত সভায় বক্তারা অভিযোগ করেন, প্রসিতপন্থী ‘ইউপিডিএফ’র ক্ষমতার অপপ্রয়োগে পানছড়ি বাজারটি অচল করে রেখেছে।

 

সভায় প্রসিতপন্থী ‘ইউপিডিএফ’র জনস্বার্থ বিরোধী অপ-তৎপরতা রুখতে গণতান্ত্রিক ‘ইউপিডিএফ’ বদ্ধপরিকর বলে সংগঠনটির নেতারা প্রত্যয় ব্যক্ত করেন।

 

সভায় জনস্বার্থ, এইচএসসি পরীক্ষা ও পার্বত্য চট্টগ্রামের ঐতিহ্যবাহী বৈসাবি উৎসব উপলক্ষে আগামী ১৪ এপ্রিল পর্যন্ত গণতান্ত্রিক ‘ইউপিডিএফ’র সকল কর্মসূচী সাময়িকভাবে বন্ধ রাখা হবে।কিন্তু  প্রসিতপন্থী ‘ইউপিডিএফ’ জনগণের স্বার্থ বিরোধী কার্যকলাপ থেকে বিরত না হলে আগামী ১৪ এপ্রিলের কঠোর ব্যবস্থার কথা জানানো হয়।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত