রাঙামাটিতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

Published: 26 Mar 2019   Tuesday   

রাঙামাটিতে যথাযোগ্য মর্যাদায় আজ মঙ্গলবার মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে।

 

দিবসটি উপলক্ষে ভোরে রাঙামাটির কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণের মধ্যে দিয়ে দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয়। এতে মহান স্বাধীনতা সংগ্রামে বীর শহীদদের প্রতি সন্মান জানিয়ে পুষ্পমাল্য অর্পণ করেন প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তাসহ বিভিন্ন রাজনৈতিক,সামাজিক ও সাস্কৃতিক সংগঠনগুলো।  এছাড়া সুর্য্যদয়ের সাথে সাথে কেন্দ্রীয় শহীদ মিনারে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের পক্ষ থেকে পরিষদের চেয়ারম্যান বৃষকেতু চাকমার নেতৃত্বে বীর শহীদ মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধাঞ্জলি প্রদান  করেন। 

 

এদিকে,সকালে দিবসটি উপলক্ষে রাঙামাটি মারী স্টেডিয়ামে জাতীয় সংগীত পরিবেশনের পর পর আসনার,পুলিশ, স্কাউট্্স, গার্লস গাইডসহ বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা মনোজ্ঞ ডিসপ্লে প্রদর্শন করে। এতে কুচকাওয়াজের সালাম ও অভিবাদন গ্রহণ করেন জেলা প্রশাসক এ কে এম মামুনুর রশীদ ও পুলিশ সুপার আলমগীর কবীর।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত