পানছড়ির শান্তিপুর অরন্য কুটিরে ৩০৮জনের গণ শ্রমণ ও প্রবজ্যা গ্রহণ সম্পন্ন

Published: 25 Mar 2019   Monday   

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার শান্তিপুর অরন্য কুটিরে ৩০৮জনকে গণ শ্রমণ করা হয়েছে। শুক্রবার সকার ৭.৩০টায় এ শান্তিপুর অরন্য কুটিরে এ অনুষ্ঠান শুরু হয়। বিকাল ৪টা পর্যন্ত চলে।


থাইল্যান্ড ধাম্মাকায়া ফাউন্ডেশন ও শান্তিপুর অরন্য কুটিরের যৌথ উদ্যোগে এ অনুষ্ঠান হয়। শান্তিপুর অরন্য কুটিরের অধ্যক্ষ শাসন রক্ষিত মহাস্থবির ৩০৮জন বৌদ্ধ দায়ককে শ্রমণ করে দেন। অনুষ্ঠানে বুদ্ধ পূজা, সংঘদান, অষ্টপরিস্কার দানসহ নানাবিধ সামগ্রী দান করা হয়।

 

গৌতম বুদ্ধের অমৃতবাণী ও স্ব-ধর্ম দেশনা দেন শান্তিপুর অরন্য কুটিরের অধ্যক্ষ শাসন রক্ষিত মহাস্থবির ও থাইল্যান্ড ধাম্মাকায়া ফাউন্ডেশন থেকে আগত বৌদ্ধ ভিক্ষু সামান মেকর্ণকাতোকে।


অনুষ্ঠান পরিচালনা করেন জুনেল চাকমা ও অনুষ্ঠানে প্রঞ্চশীল প্রার্থনা করেন জুনেশ আয়ন চাকমা(মুকুল)।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত