সহকারী প্রাথমিক শিক্ষকদের ১১তম গ্রেডের দাবীতে রাঙামাটিতে মানবন্ধন

Published: 14 Mar 2019   Thursday   

সহকারী সরকারী প্রাথমিক শিক্ষকদের ১১তম গ্রেডের দাবীতে বৃহস্পতিবার রাঙামাটিতে মানববন্ধন ও সমাবেশ করেছে সহকারী শিক্ষকরা।


প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি জেলা শাখার উদ্যোগে জেলা কার্যালয় চত্বরে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানবন্থন চলাকালে অন্যান্যর মধ্যে বক্তব্যে দেন প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির পার্বত্য শিক্ষক অধিকার সম্পাদক বিমলেন্দু চাকমাার সভাপতিত্বে অন্যান্যর মধ্যে বক্তব্যে রাখেন জেলা শাখার নেতা শোভন দেওয়ান টিটু, রিমেশ চাকমা কামরুল হাসান প্রমুখ। মানববন্ধনে প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি জেলা শাখার নেতৃবৃন্দ ছাড়াও সহকারী শিক্ষকরা অংশ নেন।


সমাবেশে বক্তারা অবিলম্বে প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষকদের ১১ তম গ্রেডের দেয়ার জন্য নির্বাচনী ইসতেহারে থাকলেও সরকার তা বাস্তবায়ন করছে না। বক্তারা অবিলম্বে ১১তম দেয়ার দাবী জানান। অন্যথায় কঠোর আন্দোলন যেতে বাধ্য হবে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত