পাহাড় ধ্বসের মতো দূর্যোগ যেন আর না আগাম প্রস্তুতি নিতে হবে-জেলা প্রশাসক

Published: 10 Mar 2019   Sunday   

পাহাড় ধ্বসের মতো এই ধরণের দূর্যোগ যেন আর না হয় তার জন্য আগাম প্রস্তুতি গ্রহনের আহবান জানিয়েছেন রাঙামাটি জেলা প্রশাসক এ কে এম মামুনুর রশিদ। তিনি বলেন, এলাকার মানুষ যদি সচেতন হয় তা হলে আজ থেকে আমরা পাহাড় ধস এবং সকল প্রকার প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা করতে সক্ষম হবো।

 

রোববার জেলা প্রশাসন কার্যালয়ে অনুষ্ঠিত জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আয়োজিত  আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক এস এম শফি, রাঙামাটি প্রেস ক্লাবের সভাপতি সাখাওয়াৎ হোসেন রুবেল, আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি, সংবাদ কর্মীরা এবং সকল সরকারি প্রতিষ্ঠানের প্রধানগণ।

 

এর আগে দূর্যোগ মোকাবিলায় প্রস্তুতি হ্রাস করবে জীবন ও সম্পদের ঝুঁকি’ এই প্রতিবাদ্যকে সামনে রেখে হরে একটি বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালীটি পৌর চত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে শেষ হয়।

 

আলোচনা সভায় জেলা প্রশাসক আরো বলেন, আজ থেকে দুর্যোগ মোকাবেলার জন্য সচেতনতামূলক কর্মসূচি গ্রহণ ও ব্যাপক হারে প্রত্যেক ঘরে ঘরে প্রচারণা চালানোর আহবান জানান তিনি।

 --হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত