ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে পানছড়িতে সম্প্রীতির কনসার্ট

Published: 07 Mar 2019   Thursday   

ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে বৃহস্পতিবার খাগড়াছড়ির পানছড়িতে সম্প্রীতির কনসার্ট অনুষ্ঠিত হয়েছে।


উপজেলায় উপজেলা পরিষদ মাঠে পানছড়ি উপজেলা আমি সাব-জোন ও পানছড়ি উপজেলা পরিষদের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভারত প্রত্যাগত উপজাতি শরনার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা,এমপি। বিশেষ অতিথি ছিলেন খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার মোঃ হামিদুল হক, খাগড়াছড়ি জেলা প্রশাসক মোঃ শহীদুল ইসলাম, লোগাং জোন কমান্ডার লেঃ কর্ণেল মোহাম্মদ গোলাম মনজুর সিদ্দিকি, খাগড়াছড়ি পুলিশ সুপার মোঃ আহমারুজ্জামান প্রমূখ।


এসময় কনসার্টে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জোন কমান্ডার লেঃ কর্ণেল মোহাম্মদ আরাফাত হোসেন, খাগড়াছড়ি জোনের জি টু আই মেজর মোঃ রফিকুল ইসলাম, খাগড়াছড়ির অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ আবুল হাশেম, পানছড়ি সাব-জোন কমান্ডার মেজর মোঃ সোহেল আলম, পানছড়ি উপজেলা প্যানেল চেয়ারম্যান মোঃ লোকমান হোসেন, পানছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তৌহিদুল ইসলাম, পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তামোঃ নুরুল আলম ও পানছড়ি উপজেলা আওয়ামীলীগের সভাপতি বাহার মিয়া উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন শিক্ষক সুলতান মাহমুদ।


কনসাটে উপজেলার চাকমা, মারমা, ত্রিপুরা সম্প্রদায়ের শিল্পীরা মনোজ্ঞ নৃত্য ও গান পরিবেশন ছাড়াও কুমিল্লা থেকে আগত বাউল শিল্পিরা দর্শকদের মাতিয়ে তোলেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত