রাঙামাটিতে জিনবোধি মহাথের’র ৪৯তম জন্ম দিন উপলক্ষে তিন দিন ব্যাপী কর্মসূচি

Published: 06 Mar 2019   Wednesday   

রাঙাামাটিতে বোধিপুর বন বিহারের অধ্যক্ষ শ্রীমৎ জিনবোধি মহাথের’র  ৪৯তম জন্ম  দিন উপলক্ষে বুধবার থেকে তিন দিন ব্যাপী  বিভিন্ন কর্মসূচি শুরু হয়েছে। এর মধ্যে রয়েছে ত্রিপিটক শোভাযাত্রা,ধর্মীয় গানের প্রতিযোগিতাসহ নানান ধর্মীয় অনুষ্ঠান।

 

সকালে সাপছড়ি ইউনিয়নস্থ বোধিপুর বন বিহারে ত্রিপিট শোভাযাত্রা বের করা হয়। পরে মোমবাতি জ্বালিয়ে ও কেক  কেটে ক  শ্রীমৎ জিনবোধি মহাথের’র  ৪৯তম জন্ম  দিন  উদযাপন করা হয়। এছাড়া পঞ্চশীল প্রার্থনা বুদ্ধমূর্তি দান,সংঘ দান, অষ্টপরিস্কার দান, ধর্মীয় দেশনাসহ  নানান ধর্মীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 

 

অনুষ্ঠানে ধর্মদেশনা দেন বোধিপুর বনবিহারের অধ্যক্ষ শ্রীমৎ জিনবোধি মহাস্থবির, রাঙামাটি রাজবন বিহারের সিনিয়র ভিক্ষু শ্রীমৎ জ্ঞানপ্রিয় মহাস্থবির ও প্রজ্ঞাদর্শী ভিক্ষু প্রমূখ।  অনুষ্ঠানে  কয়েক শতাধিক পুণ্যার্থী অংশ নেন। বিকালে অনুষ্ঠিত হয় ধর্মীয় সঙ্গীত প্রতিযোগিতা।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত