জুরাছড়িতে ভোটার দিবস পালিত

Published: 01 Mar 2019   Friday   

শুক্রবার রাঙামাটির জুরাছড়িতে উপজেলায় জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে।

 

‘ভোটার হব, ভোট দিব” এ স্লোগানকে সামনে রেখে  সকালে র‌্যালী বের করা হয়। পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা নির্বাচন কর্মকর্তা স্মৃতিময় চাকমার সভাপতিত্বে প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মোঃমাহফুজুর রহমান, বিশেষ অতিথি দুমদুম্যা ইউপি চেয়ারম্যান শান্তি রাজ চাকমা, থানা প্রতিনিধিসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক, ছাত্র-ছাত্রী এবং সরকারী বেসরকারী কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

উপজেলা নির্বাহী অফিসার মোঃমাহফুজুর রহমান প্রধান অতিথির বক্তব্যে বলেন, এ দিবস ভোটারদের উদ্বুদ্ধ করার দিবস। ভোটদানে উৎসাহিত করাই এ দিবসের প্রধান উদ্দিশ্য। ভোটর নিবন্ধন একটি প্রক্রিয়া।

 

তিনি আরো বলেন, আগামী ১৮ মার্চ ৫ম উপজেলা নির্বাচন সুষ্ঠ্য এবং সকল নগরিকের ভোটার অধিকার প্রয়োগের মাধ্যমে শান্তিপূন্য ভোট সম্পাদনে সকলের সহযোগীতা কামনা করেন।

 

এছাড়া বক্তব্য রাখেন ইউপি সদস্যা বকুল বালা চাকমা, ইউপি সদস্য সাধন কুমার চাকমা,খাগড়াছড়ি নিম্ম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ধর্মচন্দ্র চাকমা প্রমুখ।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত