কাপ্তাইয়ে দুর্বৃত্তদের গুলিতে নিহতের প্রতিবাদে রাইখালীতে অর্ধ দিবস সড়ক অবরোধ পালিত

Published: 05 Feb 2019   Tuesday   

রাঙামাটির কাপ্তাইয়ের রাইখালীর কাগিগড়পাড়া এলাকায় দুর্বৃত্তদের গুলিতে দুই জন নিহতের ঘটনার প্রতিবাদে স্থানীয় আওয়ামীলীগের ডাকে মঙ্গলবার রাইখালী-রাজস্থলী ও রাইখালী- বান্দরবান সড়কে অর্ধ দিবস সড়ক অবরোধ পালিত হয়েছে।

 

হত্যার  ঘটনায় দৃস্কৃতকারীদের গ্রেফতারের দাবীতে ও ভাল্লুক্যা এলাকায় পুলিশ ক্যাম্প স্থাপনের দাবীতে স্থানীয় আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের ডাকে মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্ষন্ত রাইখালী-রাজস্থলী ও রাইখালী- বান্দরবান সড়কে অবরোধ পালিত হয়েছে। অবরোধের কারণে ওই রুটে কোন যানবাহন চলাচল করেনি। এতে যাতায়াতকারী ব্যাবসায়ী, চাকরিজীবি, বান্দরবানগামী য়াত্রীদের দুর্ভোগে পড়তে হয়েছে। অবরোধ চলাকালে রাইখালী মোড়ে প্রতিবাদ সমাবেশে  বক্তব্য রাখেন রাঙামাটি জেলা পরিষদ সদস্য ও কাপ্তাই উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক থোয়াই চিং মং মারমা,উপজেলা আওয়ামী লীগ সভাপতি অংসুই ছাইন চৌধুরী, রাইখালী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মংক্য মারমা,সাধারণ সম্পাদক ইউছুপ তালুকদার প্রমুখ।এসময় আওয়ামীলীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

এদিকে,গতকাল রাঙামাটি জেনারেল হাসপাতালে লাশ ময়নাতদন্তের পর নিহতের আত্বীয়-স্বজনদের কাছে হস্তান্তর করার পর লাশ দাফন করা হয়েছে।

 

চন্দ্রঘোনা থানার ওসি আশরাফ উদ্দিন জানান, মঙ্গলবার লাশ ময়নাতদন্তের পর আত্বীয়-স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে এ ঘটনায় এখনো কোন মামলা হয়নি। বর্তমানে এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।পুলিশের টহল জোরদার করা হয়েছে।

 

উল্লেখ্য, সোমবার কাপ্তাইয়ের রাইখালীর কাগিগড়পাড়া এলাকায় দুর্বৃত্তদের গুলিতে সংস্কারপন্থী পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির(জেএসএস) কর্মী মংসিনু মারমা (৪০) ও মোঃ জাহিদ (৩২) ঘটনাস্থলে নিহত হন। এ ঘটনায় সংস্কারপন্থী জেএসএস এর পক্ষ থেকে প্রতিপক্ষ জেএসএস(সন্তু লারমা) দলকে দায়ী করলেও অস্বীকার করেছে।এছাড়া নিহত দুজনকে আওয়ামীলীগ ও ছাত্রলীগ কর্র্মী বলে দাবী করে জেলা আওয়ামীলীগ।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত