রাঙামাটির কাপ্তাইয়ে দুর্বৃত্তদের ব্রাশ ফায়ারে নিহত ২

Published: 04 Feb 2019   Monday   

রাঙামাটির কাপ্তাইয়ের রাইখালীর কাগিগড়পাড়া এলাকায় সোমবার বিকালে দুর্বৃত্তদের ব্রাশ ফায়ারে সংস্কারপন্থী পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির(জেএসএস) কর্মী মংসিনু মারমা (৪০) ও মোঃ জাহিদ (৩২)। এ ঘটনায় সংস্কারপন্থী জেএসএস এর পক্ষ থেকে প্রতিপক্ষ জেএসএস(সন্তু লারমা) গ্রুপকে দায়ী করলেও তারা অস্বীকার করেছে।


এদিকে জেলা আওয়ামীলীগের এক প্রেস বার্তায় নিহত দুজনকে আওয়ামীলীগ ও ছাত্রলীগ কর্র্মী বলে দাবী করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।


পুলিশ জানায়, কাপ্তাইয়ের রাইখালীর কাগিগড়পাড়া এলাকায় গতকাল সোমবার বিকাল পৌনে ৪টার দিকে মাসিং মারমার চা দোকানে মংসিনু মারমা ও তার বন্ধু মোঃ জাহি অবস্থান করছিলেন। এসময় একদল সশস্ত্র সদস্য অর্তকিতে তাদের লক্ষ্য করে ব্রাশ ফায়ার করলে ঘটনাস্থলে মংসিনু মারমা ও তার বন্ধু মোঃ জাহিদের মৃত্যু হয়। এ রিপোর্ট(সন্ধ্যা ৭টা) খবর পেয়ে পুলিশ ও বিজিবির সদস্যরা লাশ উদ্ধার করতে ঘটনাস্থলে গেছে।


এদিকে সংস্কারপন্থী জেএসএস’র তথ্য ও প্রচার বিভাগের সম্পাদক সুধাকর ত্রিপুরা এ ঘটনায় সন্তু লারমা নেতৃত্বাধীন জেএসএসকে দায়ী করেছেন। সন্তু লারমার নেতৃত্বাধীন জেএসএস’র নাম প্রকাশে অনিচ্ছুক) এক নেতার সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, তার সংগঠন এ ঘটনায় জড়িত নয়। উদ্দেশ্য প্রনোদিতভাবে দায়ী করা হচ্ছে।


অপরদিকে,জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক রফিক আহমদ তালুকদারের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে দাবী করা হয়েছে, চন্দ্রঘোনা থানাধীন কারিগর পাড়ায় দোকানে বসা অবস্থায় মংচিনু মারমা ও জাহিদকে জেএসএস (সন্তু) গ্রুপের অস্ত্রধারী সন্ত্রাসীরা গুলি করে হত্যা করে।


প্রেস বার্তায় আরো বলা হয় এ ঘটনায় বাংলাদেশ আওয়ামীলীগ রাঙামাটি জেলা শাখার সভাপতি দীপংকর তালুকদার এমপি দীপংকর এ হত্যাকা-ের তীব্র নিন্দা জানিয়ে অবৈধ অস্ত্রধারীদের গ্রেফতারের জোর দাবীর পাশাপাশি অবৈধ অস্ত্র উদ্ধার অভিযানকে আরো গতিশীল করার জোর দাবী জানিছেন।

 

চন্দ্রঘোনা থানার অফিসার ইনচার্জ মোঃ আশরাফ উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, নিহত মংসিনু মারমা এর আগে জনসংহতি সমিতির(সন্তু লারমা) গ্রুপের কর্মী হলে তিনি জাতীয় সংসদ নির্বাচনের আগে তিনি সংস্কারপন্থী জনসংহতি সমিমিতে(এমএন লারমা) যোগ দিয়েছিলেন। ধারনা করা হচ্ছে যোগদানের জেরে প্রতিশোধ নিতেই এ ঘটনা ঘটানো হয়েছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত