জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগীতায় উচ্চলাফে কাপ্তাইয়েরে কবির চ্যাম্পিয়ন

Published: 31 Jan 2019   Thursday   

জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা মঙ্গলবার চট্রগ্রাম বিভাগীয় পর্যায়ে ক্রীড়া বিষয়ক  উচ্চ লাফ বালক বিভাগে প্রথম স্থান অধিকার করে জাতীয় পর্যায়ে খেলার গৌরব অর্জন করেছে হুমায়ুন কবির। সে কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা বারঘোনিয়া মুখ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর ছাত্র।

 

উল্ল্যেখ যে হুমায়ুন কবির কাপ্তাই উপজেলা পর্যায়ে প্রথম এবং রাঙামাটি জেলা পর্যায়ে প্রথম হয়ে বিভাগীয় পর্যায়ে এই প্রতিযোগিতায় অংশ গ্রহণ করার সুযোগ লাভ করে। তার এই সাফল্যে কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্রাফ আহমেদ রাসেল, শিক্ষা কর্মকর্তা খুরশীদুল আলম চৌধুরী, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাদির আহমেদ এবং বারঘোনিয়া মুখ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল কান্তি দে তাকে অভিনন্দন জানিয়েছেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত