লক্ষীছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান সুপার জ্যোতি চাকমা আটক

Published: 30 Jan 2019   Wednesday   

খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান সুপার জ্যোতি চাকমাকে আটক করেছে যৌথবাহিনী। মঙ্গলবার রাত রাত ১০টার দিকে তাকে আটক করা হয়।

 

পুলিশ জানায়, মঙ্গলবার রাত সাড়ে ৯ টার দিকে উপজেলা পরিষদ এলাকা থেকে মোটরসাইকেল যোগে শিলাছড়ি দিকে যাওয়ার চেষ্টা করলে যৌথ বাহিনীর একটি দল খবর পেলে লক্ষ্মীছড়ি সদর জোন এলাকায়  সুপার জ্যোতি চাকমাকে আটক করে। সুপার জ্যোতি চাকমা ইউপিডিএফ (গণতান্ত্রিক) নেতা তপন জ্যোতি চাকমা বর্মা হত্যা মামলার অন্যতম আসামী। লক্ষীছড়ি থানার অফিসার্স ইনচার্জ আরো জানান তার বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা জারী ছিলো। এছাড়া তিনি বিভিন্ন মামলার এজাহার ভুক্ত আসামী। তাকে আদালতের মাধ্যমে জেলে পাঠানো হয়েছে।

 

এদিকে ইউপিডিএফের প্রেস সেকশনের প্রধান নিরন চাকমার স্বাক্ষরিত এক প্রেস বার্তায় সুপার জ্যোতিকে আটকের প্রতিবাদ ও নিন্দা জানিয়ে তাকে অবিলম্বে তার নিঃশর্ত মুক্তির দাবি  জানিয়ে বলা হয়, পার্বত্য চট্টগ্রামে অন্যায় ধরপাকড় ও নিপীড়ন-নির্যাতনের মাত্রা এমন পর্যায়ে পৌঁছেছে যে নির্বাচিত জনপ্রতিনিধি ও সাধারণ মানুষ পর্যন্ত এর থেকে রেহাই পাচ্ছেন না। প্রতিনিয়ত অন্যায় ভাবে কাউকে না কাউকে গ্রেফতার, রাত-বিরাতে ঘরবাড়ি তল্লাশিসহ জনগণের উপর নানা অত্যাচার চালানো হচ্ছে। ফলে জনগণ এখন চরম নিরাপত্তাহীনতার মধ্যেই দিন যাপন করতে বাধ্য হচ্ছেন।

 

প্রেস বার্তায়  অবিলম্বে সুপার জ্যোতি চাকমাকে নিঃশর্ত মুক্তি ও অন্যায় ধরপাকড়সহ জনহয়রানিমূলক কর্মকা- বন্ধের জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে।

 

লক্ষ্মীছড়ি থানার অফিসার্স ইনচার্জ আব্দুল জব্বার  জানান, ‘লক্ষ্মীছড়ি উপজেলা চেয়ারম্যান সুপার জ্যোতি চাকমার বিরুদ্ধে অস্ত্র মামলা রয়েছে। এছাড়াও লংগদু ও নানিয়ারচর উপজেলায় জেএসএসের নেতা হত্যাকান্ডে জড়িত থাকার অভিযোগে মামলা রয়েছে। এ সকল মামলায় তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন।

 

উল্লেখ্য, ২০১৭ সালের ১ জানুয়ারি নিজ বাসা হতে অস্ত্র ও গুলিসহ যৌথবাহিনীর অভিযানে আটক হন উপজেলা চেয়ারম্যান সুপার জ্যোতি চাকমা। এর পর স্থানীয় সরকার মন্ত্রণালয়ের নির্দেশে সাময়িক বরখাস্ত হয়েছিলেন। হাইকোর্ট থেকে জামিন নিয়ে পূনর্বহাল হলেও বিভিন্ন উপজেলায় হত্যা মামলার ঘটনায় আত্মগোপনে ছিলেন ইউপিডিএফ সমর্থিত উপজেলা পরিষদ চেয়ারম্যান সুপার জ্যোতি চাকমা। ফের এক বছরের মাথায় আবার আটক হলেন সুপার জ্যোতি চাকমা। বর্তমানে উপজেলা ভাইস চেয়ারম্যান অংগ্য প্রু মারমা ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি উপজেলা পরিষদের চেয়ারম্যানের আটকের বিষয়টি স্বীকার করেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত