ভেদভেদী পৌর উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও নবীন বরণ

Published: 24 Jan 2019   Thursday   

বৃহস্পতিবার রাঙামাটি শহরের ভেদভেদী পৌর উচ্চ বিদ্যালয়ের ২০১৯ সালে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও নবীন বরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

বিদ্যালয় মিণায়তনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরকল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সন্তোষ কুমার চাকমা। বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিবলী শান্তি চাকমার সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালন কমিটির সভাপতি ও সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পলাশ কুসুম চাকমা। এছাড়া বিদ্যালয়টির প্রতিষ্ঠাতা উদয়ন চাকমা, সদস্য দুর্গামনি চাকমা, মনির হোসেন উপস্থিত ছিলেন।

 

অনুষ্ঠানে শিক্ষার্থীরা দেশাত্ববোধক গান ও নৃত্য পরিবেশন করে। পরে ফুল দিয়ে নতুন শিক্ষার্থীদের বরণ ও বিদায়ী শিক্ষার্থীদের বিদায় জানানো হয়।

 

প্রধান অতিথির বক্তব্যে সন্তোষ কুমার চাকমা বলেন,  প্রতিযোগিতামূলক বিশ্বে নেতৃত্ব দিতে হলে অস্ত্র কিংবা শক্তিতে নয়, শিক্ষা ও প্রযুক্তিতে জ্ঞান অর্জন করতে হবে। এজন্য পরিবার ও শিক্ষা প্রতিষ্ঠানকেই অগ্রনী ভূমিকা নিতে হবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত