রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত

Published: 20 Jan 2019   Sunday   

রোববার রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

 

জেলা পরিষদের সভা কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা। পরিষদের জনসংযোগ কর্মকর্তা অরুনেন্দু ত্রিপুরার পরিচালনায় অনুষ্ঠিত সভায় জেলা পরিষদের সদস্য এবং হস্তান্তরিত বিভাগের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

 

সভায় ডেপুটি সিভিল সার্জন ডাঃ নীহার রঞ্জন নন্দী বলেন, রাজস্থলী, কাপ্তাই ও বিলাইছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৩০ শয্যা থেকে ৫০শয্যায় উন্নীতকরণের কাজ চলছে। অন্যান্য উপজেলাগুলোতেও পর্যায়ক্রমে স্বাস্থ্য কমপ্লেক্সগুলো উন্নয়নের কাজ করা হবে। একইভাবে রাঙ্গামাটি জেনারেল হাসপাতাল ২৫০ বেডে উন্নীতকরণের কাজও শুরু হয়েছে। এছাড়া নানিয়ারচর, বরকল ও লংগদু উপজেলায় কমিউনিটি ক্লিনিকের মেরামত ও সংষ্কার কাজ শীঘ্রই শুরু হবে। তিনি বলেন, বিগত বছরে জেলায় মহামারী আকারে বড় ধরনের কোন রোগ দেখা যায়নি। অন্যদিকে রাঙামাটি জেনারেল হাসপাতাল ও বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অবৈধ দখলদারদের উচ্ছেদের বিষয়টি জেলা প্রশাসন ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের এখতিয়ারধীনে রয়েছে।

 

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ খোরশেদ আলম বলেন, সারা দেশের ন্যায় রাঙ্গামাটিতেও ১লা জানুয়ারি বই উৎসব পালন করা হয়েছে। অন্যান্য বছরের ন্যায় এ বছরও ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীদের মাঝে নিজ নিজ মাতৃভাষার বই বিতরণ করা হয়েছে। তিনি বলেন, ২০১৭ সালে ৫ম শ্রেণীর সমাপনী পরীক্ষায় ৪৫৮জন শিক্ষার্থী জিপিএ-৫ পেলেও এবছর অর্থাৎ ২০১৮ সালের সমাপনী পরীক্ষায় ৮১৫জন শিক্ষার্থী  জিপিএ-৫ পেয়েছে।

 

জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা উত্তম খীসা বলেন, এ বছরের ১ম দিনে বিদ্যালয়ের ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণী বাংলা, ইংরেজী ভার্সন, দাখিল শিক্ষার্থীদের মাঝে ৯লক্ষ ২০হাজার ২৫২টি বই বিতরণ করা হয়েছে। এছাড়া গত ১৮ জানুয়ারি ৯ম শ্রেণীতে উত্তীর্ণদের মাঝে মেধাক্রমের ভিত্তিতে বৃত্তি পরীক্ষা গ্রহণ করা হয়েছে।

 

জেলা প্রাণী সম্পদ বিভাগের কর্মকর্তা মনোরঞ্জন ধর বলেন, লক্ষ্যমাত্র অনুযায়ী এবারে ৪৫৮হাজার গবাদী পশুদের কৃত্রিম প্রজনন, ১১ হাজার গবাদী পশু, ৫৬ হাজার হাঁস-মুরগীকে চিকিৎসা সেবা ও টিকা প্রদান করা হয়েছে।

 

যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক (অঃদাঃ) মোঃ শহীদুল ইসলাম বলেন, আতœকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বেকার যুবকদের চলতি মাস থেকে যুব উন্নয়নে ৭টি ট্রেডে প্রশিক্ষণ প্রদান করা হবে।

 

সমাজসেবা বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ ওমর ফারুক বলেন, এবারে রাঙামাটি জেলা থেকে ২১জন ক্যান্সার, লিভার সিরোসিস, ষ্ট্রোক প্যারালাইসিস রোগীকে ৫০হাজার টাকা করে চিকিৎসা ভাতা প্রদান করা হবে। 

 

হর্টিকালচার সেন্টার বালুখালী, বনরুপা, নানিয়ারচর ও কাপ্তাইয়ের উদ্দ্যান তত্ববিদরা জানান, নার্সারিতে টার্গেট অনুযায়ী বিভিন্ন প্রজাতির চারাকলম মজুদ আছে।

 

সভায় সভাপতির বক্তব্যে জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা বলেন, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্ন ২০২১ ও ২০৪১ সালে দেশকে উন্নতশীল দেশে রূপান্তরে সবাইকে নিরলসভাবে কাজ করতে হবে। তিনি বলেন, প্রধানমন্ত্রীর দেশবাসীকে দেওয়া অঙ্গীকার অনুযায়ী দেশ থেকে জঙ্গীবাদ, সন্ত্রাস ও দুর্নীতি নির্মূল এবং দারিদ্র বিমোচন করে দেশকে এগিয়ে নিতে হলে আমাদের সকলকে একযোগে কাজ করতে হবে। উন্নত দেশ গঠন ও প্রধানমন্ত্রীর সে স্বপ্ন বাস্তবায়নে সকলকে সমন্বয়ের মাধ্যমে কাজ করার আহ্বান জানান তিনি।  

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত