রাঙামাটিতে টেলিভিশন সাংবাদিকদের নিয়ে তিন দিনের প্রশিক্ষণ কর্মশালা সমাপ্ত

Published: 14 Jan 2019   Monday   

জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট এর উদ্যোগে রাঙামাটিতে আয়োজিত টেলিভিশন সাংবাদিকদের নিয়ে তিন দিনের প্রশিক্ষণ কর্মশালা সোমবার সমাপ্ত হয়েছে। 

 

রাঙামাটি প্রেস ক্লাবে আয়োজিত প্রশিক্ষণের সমাপনী দিনে রাঙামাটির সংসদ সদস্য দীপংকর তালুকদার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণার্থী সাংবাদিকদের মাঝে সনদপত্র বিতরণ করেন।


জাতীয় গণমাধ্যম ইনষ্টিটিউট এর পরিচালক নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের পরিচালক (প্রশিক্ষণ প্রকৌশল) এবং সহকারী প্রকল্প পরিচালক মোঃ নজরুল ইসলাম, রাঙামাটি প্রেস ক্লাব সভাপতি সাখাওয়াৎ হোসেন রুবেল বক্তব্য রাখেন। ইউনিসেফের সহযোগিতায় এই প্রশিক্ষণে রাঙামাটিতে কর্মরত ২৫জন সাংবাদিক অংশ নেন।


প্রধান অতিথির বক্তব্যে দীপংকর তারুকদার এমপি বলেন, তিন পার্বত্য জেলার বড় বাধা হচ্ছে অবৈধ অস্ত্র। এই অবৈধ অস্ত্রের কারণে সাংবাদিক ও রাজনীতিবিদরা তাদের কাজ ভালোভাবে করতে পারছেন না। তাই সাংবাদিকদের এই অবৈধ অস্ত্রের বিরুদ্ধে তাদের লিখনী তীব্র হওয়া উচিত।


তিনি আরো বলেন, নির্বাচনে হার-জিত থাকবে। কিন্তু প্রতিপক্ষরা বিভিন্ন জায়গায় হামলা, অপহরণসহ নানান হুমকি দিচ্ছে। এক্ষেত্রেও সাংবাদিকদের লেখনীর মাধ্যমে তুলে ধরতে হবে।


সাংবাদিকদের সাথে অম্ল-মধু সম্পর্ক থাকা উচিত মন্তব্য করে তিনি বলেন, সাংবাদিকরা অবশ্যই সমালোচনা করবেন। তবে নিন্দা না হয়ে সৎ ও গঠনমুলক সমালোচনা থাকতে হবে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত