খাগড়াছড়ির রামগড়ে দুর্বৃত্তদের গুলিতে যুব সমিতির কর্মী নিহত

Published: 14 Jan 2019   Monday   

খাগড়াছড়ি রামগড়ে দুর্বৃত্তদের গুলিতে মোহন ত্রিপুরা(৩০) নামে একজন নিহত হয়েছে। নিহত ব্যক্তি এমএন লারমা গ্রুপের জনসংহতি সমিতির অঙ্গ সংগঠনের যুব সমিতির সদস্য।

 

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যা ৭ টায় দিকে রামগড় জগনাথ পাড়ায় নিজ বাড়ীতে মোহন ত্রিপুরাকে গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা । সে মাটিরাঙ্গা উপজেলা থলি চন্দ্র মহাজন পাড়ার কৃষ্ণ ত্রিপুরার ছেলে। সে ৫ থেকে ৬ বছর আগে থেকে রামগড় জগনাথ পাড়ায় স্ত্রী ও পুত্র নিয়ে ভাড়া বাড়ীতে বসবাস করতেন।


রামগড় থানার অফিসার্স ইনচার্জ তারেক মোহাম্মদ আব্দুল হান্নান জানান, কে বা কাহারা মোহন ত্রিপুরাকে নিজ বাড়ীতে গুলি করে পালিয়ে যায়। পুলিশ খবর পেয়ে ঘটনা স্থল থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। ঘটনার সাথে জড়িত থাকতে পারে পুলিশ তৎক্ষনাত জানাতে পারেনি।

 

এ ঘটনায় জেএসএস এম লারমা দলের পক্ষ থেকে ইউপিডিএফকে দায়ী করেছে। তবে ইউপিডিএফ এর প্রেস সেকশনের প্রধান নিরন চাকমা বিষয়টি অস্বীকার করে বলেন এটি তাদের আভ্যন্তরিন দন্ধের কারনে হতে পারে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত