ইলেকট্রনিক্স মিডিয়া কর্মীদের নিয়ে রাঙামাটিতে তিন দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু

Published: 12 Jan 2019   Saturday   

নবজাতকের স্বাস্থ্য সমস্যা উপর রিপোর্টিং এর কৌশল নিয়ে বিভিন্ন ইলেকট্রনিক্স মিডিয়া কর্মীদের নিয়ে শনিবার থেকে রাঙামাটিতে তিন দিন ব্যাপী কর্মশালা শুরু হয়েছে।


তথ্য মন্ত্রনালয়ের জাতীয় গণমাধ্যম ইনষ্টিটিউট এর উদ্যোগে ও ইউনিসেফের সহায়তায় রাঙামাটি প্রেস ক্লাব মিলনায়তনে আয়োজিত কর্মশালার উদ্বোধক ও প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত সচিব ও জাতীয় গণমাধ্যম ইনষ্টিটিউট এর পরিচালক মোহাম্মদ আজহারুল হক। জেলা প্রশাসক মোঃ মামুনুর রশিদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জাতীয় গণমাধ্যম ইনষ্টিটিউট এর প্রশাসন ও উন্নয়ন বিভাগের পরিচালক মানজারুল আলম, নজরুল ইসলাম, রাঙামাটি প্রেসক্লাবের সভাপতি সাখাওয়াত হোসেন রুবেল। কর্মশালায় ২৪ জন ইলেকট্রনিক্স মিডিয়া কর্মী অংশ নিয়েছেন।


তিন দিন ব্যাপী কর্মশালায় প্রথম দিনে নিউজ রিপোর্টি এর ক্যামরা ও সাউন্ড ব্যবহার উপর প্রশিক্ষণ দেয়া হয়। এছাড়া বাংলাদেশের শিশু ও মায়েদের পুষ্টিকর পরিস্থিতি নিয়ে আলোচনা করেন জেলা সিভিল সার্জন ডাঃ শহীদ তালুকদার।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত