মারমা সম্প্র্রদায়কেও আরো সুশিক্ষায় শিক্ষিত হয়ে এগিয়ে যেতে হবে- কংজরী চৌধুরী

Published: 12 Jan 2019   Saturday   

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী বলেছেন, বর্তমান সরকার অসাম্প্রদায়িক ও শিক্ষাবান্ধব সরকার। এ সরকারের চেতনাকে ধারণ করে মারমা সম্প্রদায়কে আরো সুশিক্ষায় শিক্ষিত হয়ে এগিয়ে যেতে হবে। বর্তমান ডিজিটাল যুগে সঠিক পথে এগুতে হলে শিক্ষার কোন বিকল্প নেই। অন্যান্য সম্প্রদায়ের চাইতে মারমা সম্প্রদায় এতদিন পিছিয়ে পড়ে থাকলেও বর্তমান আওয়ামীলীগ সরকারের আমলে অনেক এগিয়ে গেছে। এ ধারাবাহিকতা বজায় রাখতে সবাইকে সচেতন হওয়ার আহবান জানান।


খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার সিঙ্গিনালা গ্রামের শাপলা সংঘের উদ্যেগে আয়োজিত এস,এস,সি পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরন ও চলতি দায়িত্বে পদায়িত প্রধান শিক্ষকদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


সিঙ্গিনালা শাপলা সংঘ কার্যালয়ের প্রাঙ্গণে শাপলা সংঘের সভাপতি আনুমং মারমা’র সভাপতিত্বে এ সময় আরো উপস্থিত ছিলেন প্রবীন শিক্ষক মংসুইপ্রু চৌধুরী, সিঙ্গিনালা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মংমং মারমা, সিঙ্গিনালা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হ্লাথুই কার্বারী, আওয়ামীলীগ এর স্থানীয় নেতা অংসাথোয়াই মারমাসহ অনেকে।


আলোচনা শেষে সিঙ্গিনালা এলাকার এস,এস,সি পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরন ও চলতি দায়িত্বে পদায়িত প্রধান শিক্ষকদের সংবর্ধনা ক্রেষ্ট প্রদান করা হয়।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত