রাঙামাটি শাহ বহুমুখী উচ্চ বিদ্যালয়ে নতুন শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

Published: 09 Jan 2019   Wednesday   

রাঙামাটির ঐতিহ্যবাহী প্রাচীন বিদ্যাপীঠ শাহ বহুমুখী উচ্চ বিদ্যালয়ে নতুন শিক্ষাবর্ষে ভর্তি ইচ্ছুক ছাত্রছাত্রীদের ভর্তি পরীক্ষা বুধবার অনুষ্ঠিত হয়েছে। ২০১৯ সনে ৬ষ্ঠ শ্রেণী থেকে ৮ম শ্রেণী পর্যন্ত মোট ১৯৫ জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশ নেয়।

 

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মজিবুর রহমান,সিনিয়র শিক্ষক মোঃ তোফায়েল আহমদ ও ঝর্ণা আক্তারসহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক শিক্ষিকারা পরীক্ষা গ্রহন করেন।

 

এ সময় রাঙামাটি জেলা প্রশাসনের দুই জন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ভর্তি পরীক্ষা পর্যবেক্ষন করেন। সকাল ১০ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হয়। বিকালে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণদের তালিকা প্রকাশ করা হয়। উল্লেখ্য রাঙ্গামাটির বিভিন্ন প্রত্যন্ত পাহাড়ী দুর্গম এলাকার স্কুল থেকে বিভিন্ন শ্রেণীর শিক্ষার্থীরা শাহ উচ্চ বিদ্যালয়ে ভর্তির জন্য পরীক্ষায় অংশ নেয়।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত