সেনাবাহিনীর মহালছড়ির ক্যায়াংঘাটে শীতার্থদের মাঝে কম্বল বিতরন

Published: 08 Jan 2019   Tuesday   

মঙ্গলবার খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার ক্যায়াংঘাটে শীতার্থদের মাঝে  সেনা বাহিনীর পক্ষ থেকে কম্বল বিতরন করা হয়েছে।

 

মহালছড়ি  সেনা জোনের  উদ্যোগে  ক্যায়াংঘাট ইউনিয়নের তবলছড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে মহালছড়ি জোন অধিনায়ক লে: কর্ণেল মুহাম্মদ মোসতাক আহমেদ পিএসসি’র উপস্থিতিতে ২ শতাধিক পাহাড়ি -বাঙ্গালী পরিবারের মাঝে এ কম্বল বিতরন করা হয়। এ সময় আরো উপস্থিত ছিলেন, ক্যায়াংঘাট ইউপি চেয়ারম্যান বিশ্বজিত চাকমা ও ইউপি মেম্বার আলমগীর হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গরা।

 

কম্বল বিতরন অনুষ্ঠানে মহালছড়ি জোন অধিনায়ক লে: কর্ণেল মুহাম্মদ মোসতাক আহমেদ পিএসসি বলেন, এলাকায় পাহাড়ি-বাঙ্গালী অনেক বৃদ্ধ-বৃদ্ধা ও গরীব লোক আছে যারা অর্থের অভাবে শীতের কাপড় কেনা সম্ভব হয় না। কনকনে শীতে প্রচুর কষ্টের মধ্যে দিন যাপন করতে হয়। এ সমস্ত মানুষের কথা চিন্তা করে মহালছড়ি জোনের পক্ষ থেকে শীতার্থদের মাঝে কম্বল বিতরণের কর্মসূচী গ্রহন করা হয়েছে। মহালছড়ি জোনের আওতাধীন সকল গরীব এলাকার জন্য এ কর্মসূচী বাস্তবায়ন করা হবে জানান তিনি।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত