কাপ্তাইয়ে ৪৮তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত

Published: 08 Jan 2019   Tuesday   

কাপ্তাইয়ে মঙ্গলবার ৪৮ তম শীতকালীন স্কুল ও মাদ্রাসা ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এতে ক্রিকেটে চ্যাম্পিয়ন হয়েছে কাপ্তাই উচ্চ বিদ্যালয় ও ভলিবলে চ্যাম্পিয়ন হয়েছে ওয়াগ্গা উচ্চ বিদ্যালয়।

 

কাপ্তাই উপজেলা মাধ্যমিক শিক্ষা বিভাগের উদ্যোগে  কর্নফুলি সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় পুরুস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ দিলদার হোসেন প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্রাফ আহমেদ রাসেল এর সভাপতিত্বে অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন  উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাদির আহমেদ এবং শিক্ষক রাজেস ভট্রাচার্য্যের সঞ্চালনায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন কর্নফুলি সরকারি কলেজের অধ্যক্ষ এ এইচ এম বেলাল চৌধুরী, কলেজের উপাধ্যক্ষ সিরাজ উদ্দিন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান সুব্রত বিকাশ তনচংগ্যা, মহিলা ভাইস চেয়ারম্যান নুরনাহার বেগম, উপজেলা শিক্ষা কর্মকর্তা খুরশীদ আলম চৌধুরী, একাডেমিক সুপারভাইজার সোশেল চাকমা, নারানগিরি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাহাঙ্গীর আলম মনছুরী, নৌ-বাহিনী স্কুলের প্রধান শিক্ষক এম জাহাঙ্গীর আলম, বড়ইছড়ি কাদেরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়সীম বড়ুয়া, কাপ্তাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোজাম্মেল হক , শহীদ সামসুদ্দীন উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃহানিফ, ওয়াগ্গা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুবিমল তনচংগ্যা, চিৎমরম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ক্যসুই প্রু মারমা, উপজেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব হাসান বাবু, কাপ্তাই প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ঝুলন দত্ত। সমাপনি দিনে বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং ক্রীড়া শিক্ষকসহ বিপুল ক্রীড়ামোদী দর্শক উপস্থিত ছিলেন। ফাইনাল খেলা আম্পায়ারের দায়িত্বে ছিলেন ক্রীড়া শিক্ষক কল্যান তনচংগ্যা ও সেতু মারমা।

 

ক্রিকেটের ফাইনাল খেলায়  ৮ উইকেটে বড়ইছড়ি নুরুল হুদা কাদেরী উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে কাপ্তাই উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করে।  ভলিবলের ফাইনালে ওয়াগ্গা উচ্চ বিদ্যালয় ২-০ সেটে বড়ইছড়ি নুরুল হুদা কাদেরী উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ান হয়। ৮ ওভারের ম্যাচে প্রথমে ব্যাট করে ৫ উইকেট হারিয়ে বড়ইছড়ি নুরুল হুদা কাদেরী উচ্চ বিদ্যালয় ৫৫ রান করে। জবাবে কাপ্তাই উচ্চ বিদ্যালয় ৪.২ ওভারে ২ উইকেট হারিয়ে ৫৬ রান করে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত