বাঘাইছড়িতে সংস্কারপন্থী কর্মী বসু চাকমা হত্যা ঘটনায় ২৭ জনের বিরুদ্ধে মামলা দায়ের

Published: 05 Jan 2019   Saturday   

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার বাবু পাড়া এলাকায় এমএন লারমা গ্রুপের পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির(সংস্কারপন্থী)  বসু চাকমা হত্যার ঘটনায় ২৭ জনের নাম উল্লেখ ও আরো ৮ থেকে ১০ জনকে অজ্ঞাতনামা আসামী করে শনিবার হত্যা মামলা দায়ের করা হয়েছে। মামলায় উপজেলা পরিষদ চেয়ারম্যান  ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (সন্তু লারমা)উপজেলা শাখার সাদারন সম্পাদক বড় ঋষি চাকমা, সহ-সভাপতি ত্রিদ্বীপ চাকমা, সাবেক কমিশনার পলক চাকমাসহ ২৭ জনের নাম উল্লেখ করা হয়েছে।

 

উল্লেখ্য, শুক্রবার সন্ধ্যার দিকে উপজেলার বাবু পাড়া এলাকায় এমএন লারমা গ্রুপের পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির বসু চাকমা বাসায় অবস্থান করছিলেন। এসময় এক দল দুর্বৃত্ত অতর্কিতে হামলা চালালে ঘটনাস্থলে বসু চাকমা নিহত হন। ঘটনাস্থল থেকে একটি একনলা বন্দুক উদ্ধার করা হয়।

 

এদিকে, শনিবার খাগড়াছড়ি জেনারেল হাসপাতালে ময়রাতদন্তের পর বসু চাকমার লাশ তার স্ত্রীর  কাছে হস্তান্তর করা হয়েছে।

 

বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমএ মঞ্জুর জানান, নিহত বসু চাকমার ভাড়াটিয়া প্রভাত কুসুম চাকমার শনিবার সন্ধ্যায় ২৭ জনের নাম উল্লেখ  ও  আরো ৮ থেকে ১০ জনকে অজ্ঞাতনামা আসামী করে হত্যা মামলা দায়ের  করেছেন। এছাড়া অস্ত্র উদ্ধারের ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত