রাঙামাটি নার্সিং ইন্সটিটিউটের অবসরপ্রাপ্ত দুই কর্মকর্তাকে বিদায় সংবর্ধনা

Published: 03 Jan 2019   Thursday   

রাঙামাটি নার্সিং ইন্সটিটিউটের অবসরপ্রাপ্ত ইনচার্জ মোঃ আবদুল গফুর ও হাউস কিপার মোসামৎ মোর্তজা বেগমকে বিদায় সংবর্ধনা জানিয়েছেন ইন্সটিটিউটের কর্মকর্তা ও প্রশিক্ষণরত শিক্ষার্থীরা। বৃহস্পতিবার ইন্সটিটিউট প্রাঙ্গণে মনোজ্ঞ বিদায় সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়। 

 

অনুষ্ঠানের শুরুতেই সদ্য অবসরপ্রাপ্ত ইনচার্জ ও হাউস কিপারকে ফুলের তোড়া, উপহার সামগ্রী, মানপত্র ও ক্রেষ্ট দিয়ে সংবর্ধনা জানান অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দ, ইন্সটিটিউটের কর্মকর্তা ও শিক্ষার্থীরা। এর পর অবসরপ্রাপ্ত দুই কর্মকর্তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাঁদের কর্মময় জীবনের নানা দিক নিয়ে প্রাসঙ্গিক বক্তব্য পেশ করেন ইন্সটিটিউটের ইন্সট্রাক্টর কৃষ্ণা চাকমা ও প্রশিক্ষণরত শিক্ষার্থী।


রাঙামাটি নার্সিং ইন্সটিটিউটের ইনচার্জ (ভাঃ) কাবেরী তালুকদারের সভাপতিত্বে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য সবির কুমার চাকমা, বিশেষ অতিথি হিসেবে অতিথি হিসেবে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য রেমলিয়ানা পাংখোয়া, সিভিল সার্জন ডাঃ শহিদ তালুকদার, রাঙামাটি জেনারেল হাসপাতালের শিশু চিকিৎসক শওকত আকবর খান, সিভিল সার্জন কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা শাহজাহান মজুমদার’সহ ইন্সটিটিউটের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।


অনুষ্ঠানে বক্তরা বলেন, পৃথিবীতে সৃষ্টির সেরা জীব হচ্ছে মানুষ। এই মানুষের সেবার জন্যই এই ইন্সটিটিউট হতে শিক্ষার্থীরা শিক্ষা গ্রহন করে থাকে। আর তাদের পাশে থেকে অবসরপ্রাপ্ত এই দুই কর্মকর্তারা যে দায়িত্ব পালন করেছেন তা অপরিসীম। বক্তরা বলেন, সরকারি নিয়মে চাকরিজীবীদের অবসর গ্রহণ করতে হয়। তাই বলে তাঁদের কর্তব্য শেষ হয়ে যায় না। অবসর গ্রহণকারীরা তাঁদের মতো করে সমাজ সেবায় নিজেদের ব্যস্ত রাখবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেন বক্তরা। সভায় প্রায় সব বক্তা বিদায়ী দুই কর্মকর্তার সুস্বাস্থ্য ও দীর্ঘজীবন কামনা করেছেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত