বরকলে নতুন বইয়ের আনন্দে আনন্দিত কোমলমতি শিশুরা

Published: 01 Jan 2019   Tuesday   

সারা দেশের ন্যায় পার্বত্য রাঙামাটির দূর্গম প্রত্যন্ত বরকল উপজেলায় প্রাথমিক নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয় গুলোতে ইংরেজী নতুন বছরে নতুন মোড়কে ছাত্র-ছাত্রীদের মাঝে নতুন পাঠ্য বই  মঙ্গলবার বিদ্যালয় গুলোতে বিতরন করা হয়েছে।

 

এবারে উপজেলার ৮৩টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ২৮হাজার ৬শ ৯২টি বই ও মাধ্যমিক বিদ্যালয়ে ৫৬হাজার ৩শ ৫০ দাখিল ১হাজার ৭শ৭৫ ইবতেদায়ী ১হাজার ৯শ ৫০ সহ মোট ৬০হাজার ৭৫টি বই বিতরন করা হয়েছে। বই বিতরনের সময় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ সুলতান আহম্মদ সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রাঙ্গা মারমা অভিবাবক ও শিক্ষক সমিতির সভাপতি কালি কিংকর চাকমা  বরকল মডেল সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রভাত বিন্দু চাকমা বরকল মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লক্ষীনাথ চাকমা সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকা  অভিবাবক ও ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।

 

 বরকল মডেল সরকারী উচ্চ বিদ্যালয়ের  সপ্তম শ্রেণী ছাত্র ডেভিড চাকমা অষ্টম শ্রেণী ছাত্র আনন্দ মোহন চাকমা বলেন- নতুন বছরে নতুন বই পেয়ে তারা খুবই আনন্দিত। শুধু তারা নয় নতুন পাঠ্য বই পাওয়ার আনন্দে আনন্দিত দূর্গম উপজেলার কোমলমতি শিশুরা।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত